এইদিন ওয়েবডেস্ক,পাটনা,০২ আগস্ট : বিহারে ফের বজ্রপাতে ১২ জনের মৃত্যু হয়েছে৷ মাত্র ১ মাসের মধ্যে এটি দ্বিতীয় ঘটনা। গত ২৪ ঘণ্টায় বিহারের চারটি জেলায় বজ্রপাতে ওই ১২ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। বিহারের মুখ্যমন্ত্রীর কার্যালয় বজ্রপাতে গয়া, জেহানাবাদ, নালন্দা, রোহতাসে দুজনের মৃত্যুর খবর দিয়েছে। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বজ্রপাতে যারা মারা গেছেন তাদের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং নিহতদের স্বজনদের ৪ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন। পাশাপাশি তিনি জনগণকে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের পরামর্শ অনুসরণ করার আহ্বান জানান।
ফেব্রুয়ারীতে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন চলাকালীন উপস্থাপিত সর্বশেষ বিহার অর্থনৈতিক সমীক্ষা (২৯২৩-২৪), বলেছে যে বিহারে ২০২২ সালে বজ্রপাতে ৪০০ জন মারা গেছে। তার মধ্যে গয়ায় ৪৬ জন,ভোজপুরে ২৩ জন,নওয়াদায় ২১ জন, বাঙ্কায় ২১ জন, ঔরঙ্গাবাদে ২০ জন এবং নালন্দা ও কাইমুরে ১৮ জন প্রাণ হারিয়েছেন।
সমীক্ষায় উল্লেখ করা হয়েছে যে বিহার ২০২২-২৩ সালে দুর্যোগ ব্যবস্থাপনার জন্য ৪৩০.৯২ কোটি টাকা বরাদ্দ করেছে, যার মধ্যে একটি বড় অংশ অর্থাৎ – বজ্রপাত এবং বন্যার মতো স্থানীয় দুর্যোগগুলির জন্য ২৮৫.২২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে । এর আগে বিহারে গত ১২ জুলাই ঘটে যাওয়া বজ্রপাতের ঘটনায় কমপক্ষে ২১ জন মারা গিয়েছিল ।।