এইদিন স্পোর্টস নিউজ,০১ আগস্ট : প্যারিস অলিম্পিক-২০২৪ এ বাংলাদেশ থেকে মোট পাঁচ জন অ্যাথলেট অংশ নিয়েছিলেন । তাদের মধ্যে ৪ জন অলিম্পিকে খেলার যোগ্যতাই অর্জন করতে পারেননি । যোগ্যতা অর্জন করেছিলেন একমাত্র বাংলাদেশি তীরন্দাজ সাগর ইসলাম । কিন্তু নকআউট পর্ব থেকেই ছিটকে যেতে হয়েছে তাকে । প্যারিসের ইনভলিডসে পুরুষ ব্যক্তিগত ইভেন্টে ১/৩২ স্টেজে অংশ নিয়েছিলেন এই বাংলাদেশি তীরন্দাজ ৷ কিন্তু তিনি ইতালিয়ান তীরন্দাজ মাউরো নেসপলির কাছে শোচনীয়ভাবে হেরে গেছেন।পুরুষ ব্যক্তিগত ইভেন্ট পাঁচ সেটের মধ্যে প্রথম তিন সেট হারায় ৬-০ সেট পয়েন্টে হেরে যান সাগর ইসলাম । ফলে বাকি দুই সেট আর খেলতেই হয়নি তাকে । ম্যাচে টিকে থাকতে তৃতীয় সেটে পয়েন্টের বিকল্প ছিল না বাংলাদেশের তীরন্দাজের । তৃতীয় সেটে অলিম্পিকে পদকজয়ী মাউরো নেসপলি তেমন সুযোগ দেননি তাকে । ৯:৯ ও ১০ করে ২৯ নেন তিনি । বাংলাদেশি তীরন্দাজ ২৫ করে বিদায় নেন । আর তার বিদায়ের মাধ্যমে বাংলাদেশের অলিম্পিক যাত্রা থেকে যায় ।
মাউরো নেসপলির টোকিও অলিম্পিকে রৌপ্যজয়ী। প্রথম সেটেই তিনি তার জাত চিনিয়ে দিয়েছেন। তিনটি শটেই দশ স্কোর করেছেন। সেখানে সাগরের স্কোর ৮; ৯ ; ১০। দ্বিতীয় সেটে মাউরো একটু খারাপ করেন। ৩ শটে আসে ২৭। সাগর করেন ২৬। প্রথম দুই শটে দুই জনের সমান ১৭ ছিল। শেষ শটে সাগর ৯ আর নেসপোলি ১০ করলে দ্বিতীয় সেটেও হারেন সাগর।
ম্যাচে টিকে থাকতে তৃতীয় সেটে পয়েন্টের বিকল্প ছিল না বাংলাদেশের তীরন্দাজের । কিন্তু তিনি লক্ষ্যে পৌঁছতে পারেননি ।।