এইদিন ওয়েবডেস্ক,মান্ডি(হিমাচল প্রদেশ),০১ আগস্ট : হিমাচল প্রদেশের মান্ডি জেলার দ্রং বিধানসভা কেন্দ্রের ধামচায়ন পঞ্চায়েতের রাজভান গ্রামে মাঝরাতে মেঘভাঙা বৃষ্টিতে ব্যাপক বিপর্যয় ডেকে এনেছে । একজনের মৃতদেহ উদ্ধার হয়েছে। জলের প্রবল স্রোতে ভেসে গেছে অনেক ঘরবাড়ি। এখনো ১১ জনেরও বেশি লোক নিখোঁজ বলে জানা গেছে। দুর্গম এলাকার কারণে, প্রশাসন পঞ্চায়েত প্রতিনিধি এবং টিক্কান সাবতেহসিলের আধিকারিকদের সাথে যোগাযোগ করতে পারেনি । মোবাইল পরিষেবা বন্ধ হয়ে গেছে । একাধিক জায়গায় ধসের কারনে যোগাযোগ ব্যবস্থাও সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জেলা প্রশাসক মান্ডি অপূর্ব দেবগন ত্রাণ ও উদ্ধারকারী দল নিয়ে ধামচান রওনা হয়েছেন । ত্রাণ ও উদ্ধার অভিযানের জন্য এনডিআরএফ এবং এসডিআরএফকে ডাকা হয়েছে । প্রশাসন উদ্ধার অভিযানে বিমান বাহিনীর সহায়তা চেয়েছে বলে জানা গেছে ।
বুধবার দিবাগত রাত ১২টার দিকে রাজভান গ্রামে বজ্রপাতের মত বিকট বিস্ফোরণ হয়। তার কিছুক্ষণের মধ্যেই সর্বত্র জলে নিমগ্ন হয়ে যায় । মানুষ কিছু বুঝে ওঠার আগেই ঘরবাড়ি প্লাবিত হয়ে যায় । খবর পেয়ে রাতেই সক্রিয় হয় প্রশাসন । ফের একই ঘটনা ঘটতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর । যোগাযোগ বন্ধের কারণে পদ্দার মহকুমার শিক্ষা প্রতিষ্ঠানে আজ ছুটি ঘোষণা করেছে জেলা প্রশাসন। ভূমিধসের কারণে পাঠানকোট মান্ডি জাতীয় সড়কও অবরুদ্ধ হয়ে পড়েছে।
বিয়াস নদীর ক্যাচমেন্ট এলাকায় ভারী বৃষ্টিপাতের কারনে রাজ্য বিদ্যুৎ পর্ষদ ১২৬ মেগাওয়াট ক্ষমতার লারজি বাঁধের গেট খুলে দিয়েছে৷ পাশাপাশি খুলে দেওয়া হয়েছে বিবিএমবি পান্ডোহ বাঁধের গেট । ভুন্তরে বিয়াসের জলস্তর ৩০,৫৮০ কিউসেক রেকর্ড করা হয়েছে। পান্ডোহ বাঁধে জল ৪৩,৩২৮ কিউসেক পৌঁছেছে। লারজি বাঁধের গেট ২১ মিটার পর্যন্ত খুলে দেওয়া হয়েছে। বাঁধের জলস্তর ৯৬২ মিটার । পান্ডোহ বাঁধ থেকে ভাটিতে ৩৫,৬১০ কিউসেক জল ছাড়া হচ্ছে। চার, পাঁচ নম্বর গেট এক মিটার পর্যন্ত এবং পাঁচ নম্বর গেট এক মিটার পর্যন্ত খোলা হয়েছে বলে জানা গেছে ।।