এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,৩০ জুলাই : আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের বৈঠকে চরমপন্থী ইসলামি সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে সরকার এক-দুই দিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে । বৃহস্পতিবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে ১৪ দলের এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে গণভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিষয়টি স্পষ্ট করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু।ওবায়দুল কাদের বলেন, ‘জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার ব্যাপারে বৈঠকে সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকের শুরুতে বলেন, সারাদেশে সাম্প্রতিক নাশকতা, অগ্নিসংযোগ, পুলিশের উপর হামলার পেছনে জামায়াত-শিবির জড়িত। এ বিষয়ে তার কাছে গোয়েন্দা তথ্য রয়েছে।তিনি আরও বলেন, প্রশিক্ষিত জামায়াত-শিবির কর্মীরা এক মাস ধরে দেশের বিভিন্ন স্থান থেকে ঢাকায় জড়ো হয়ে এসব নাশকতা চালিয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে জামায়াত-শিবিরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া জরুরি হয়ে পড়েছে। উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের পরিপ্রেক্ষিতে ইতোমধ্যেই নির্বাচন কমিশন জামায়াতের নিবন্ধন বাতিল করেছে।।