এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),২৯ জুলাই : আদালতের নির্দেশে বেআইনিভাবে নির্মিত ইঁটের পাচিল ভেঙে দিল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া পুরসভা । জানা গেছে,কাটোয়া পুরসভার ৪ নম্বর ওয়ার্ড এলাকায় দাসপুকুর নামে একটি জলাশয়ের পশ্চিম পাড়ের একটি পরিবার পুকুরের ধার বরাবর কংক্রিটের পিলার তুলে ইঁটের গাঁথনি পাচিল নির্মাণ করেছিলেন । পাচিল নির্মাণের শুরু থেকেই পাড়ার লোকজন বিরোধিতা করে । কিন্তু বিরোধিতা উপেক্ষা করেই পাচিল নির্মাণ করা হয় বলে অভিযোগ । বিষয়টি কলকাতা উচ্চ আদালত পর্যন্ত গড়ায় ৷
জানা গেছে,সম্প্রতি উচ্চ আদালতের প্রধান বিচারপতি কাটোয়া পুরসভাকে পাচিল ভেঙে পুকুরটির ওই অংশ পূর্বাবস্থায় ফিরিয়ে আনতে নির্দেশ দেন । আদালতের সেই নির্দেশ মেনে আজ সোমবার পুরসভা থেকে জেসিবি মেশিন নিয়ে এসে ওই বেআইনি নির্মাণ ভেঙে দেওয়া হয় । সেই সময় পুরসভার এক্সিকিউটিভ অফিসার চঞ্চল মণ্ডল নিজেও ছিলেন বলে জানা গেছে ।।