এইদিন ওয়েব ডেস্ক,কাটোয়া,২০ নভেম্বর ঃ রাতের অন্ধকারে বিজেপির ব্যানার ছিঁড়ে ফেলে দেয় দুস্কৃতীরা।এই ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভে ফেটে পড়লেন বিজেপি কর্মীসমর্থকরা।ঘটনাস্থল কাটোয়া থানা এলাকার সাহাপুর গ্রাম। ঘটনার প্রতিবাদে ভারতীয় জনতা মহিলা মোর্চার ব্যানারে ও পুর্ব বর্ধমান জেলার সাংগঠনিক কাটোয়া জেলার সভাপতি কৃষ্ণ ঘোষের নেতৃত্বে শুক্রবার সাহাপুর গ্রামে মিছিল ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয় ৷ ওই সমাবেশে যোগ দেন বিজেপির রাজ্য মহিলা মোর্চার সদস্য স্মৃতিকণা বসু,জেলা মহিলা মোর্চার সভানেত্রী দিপালী দাসসহ শতাধিক বিজেপি কর্মী ও সমর্থক । বিজেপির অভিযোগ, তৃনমুলের লোকজন রাতের অন্ধকারে তাঁদের ব্যানার ছিঁড়ে দিয়ে পালিয়েছে । এনিয়ে থানায় অভিযোগ জানানো হয়েছে বলে জানিয়েছেন কৃষ্ণ ঘোষ । যদিও বিজেপির এই অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃনমুল নেতৃত্ব।
জানা গেছে, যে ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে সেটি সাহাপুর গ্রামের কালীতলায় রাস্তার পাশে লাগানো হয়েছিল । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ছবি দেওয়া ওই ব্যানারটি এদিন সকালে ছেঁড়া অবস্থায় দেখতে পান বিজেপি কর্মীরা । এই ঘটনায় তৃনমুলের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি । যদিও বিজেপির এই অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃনমুল নেতৃত্ব ।
জানা গেছে, দলীয় ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে এদিন বিকেলে সাহাপুর গ্রামে মিছিল ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বিজেপি । বিজেপির জেলা সভাপতি কৃষ্ণ ঘোষের নেতৃত্বে ওই সমাবেশে অংশগ্রহন করে বিজেপির মহিলা মোর্চার রাজ্য ও জেলা নেতৃত্বসহ বেশ কিছু সদস্যা ।
বিক্ষোভ সমাবেশে কৃষ্ণ ঘোষ বলেন, ‘স্থানীয় প্রশাসন ও স্থানীয় তৃনমুল নেতাদের বলতে চাই রাতের অন্ধকারে বিজেপির পোস্টার ছিঁড়ে বিজেপিকে আটকানো যাবে না ।একুশের নির্বাচনে বিজেপিকে রাজ্যে ক্ষমতায় আনার জন্য বাংলার মানুষ প্রস্তুত হয়ে গেছে । তাই আপনারা যতই বিজেপির ব্যানার, পোস্টার ছিঁড়ুন বা বিজেপি কর্মীদের মিথ্যা কেস দিয়ে ফাঁসানোর চেষ্টা করুন না কেন কিন্তু বিজেপিকে আটকানো যাবে না। কারন বাংলার মানুষ ঠিক করে নিয়েছেন একুশ সালে বিজেপিকে তাঁরা রাজ্যে ক্ষমতায় আনবেন ।’
এদিন ব্যানার ছেঁড়ার ঘটনায় প্রতিবাদ কর্মসুচীর আগে দলের জেলা মহিলা মোর্চার পদাধিকারীদের নিয়ে একটি বিশেষ বৈঠক করেন কৃষ্ণ ঘোষ । সাহাপুর সরকার অনুষ্ঠান ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে মুলত আগামী বিধানসভা নির্বাচনে মহিলা মোর্চার ভুমিকা কি হবে মুলত সেই বিষয়েই আলোচনা হয় বলে দলীয় সুত্রে খবর ।।