ঝড়ো বাতাসের হিমেল স্পর্শের অধিকার সে তোমায় দেবে,
কিন্তু সামলে রাখবে,
আটকে দেবে সব তাণ্ডবকে
ঠিক যখনই, যেভাবে, যতটুকু তুমি চাইবে।
তার হৃদয়টা সুদৃঢ় লোহার সাড়শির,
মনটাতো কাঁচের !
আছে তোমার এমন একটি জানালা ?
ভোরের মিষ্টি আলো থেকে সে তোমায় বঞ্চিত হতে দেবেনা,
আবার তপ্ত রোদের দাবদাহ যেনো তোমায় কষ্ট না দেয়,
পর্দার আঁচলের আদরে জড়িয়ে সে খেয়ালও রাখবে।
একটা জানালা…
তোমার বন্ধ ঘরে তোমাকে আকাশ এনে দেবে,
এনে দেবে পুর্ণিমার চাঁদ ।
তোমার ফুসফুস হবে,
অনিঃশেষ প্রাণবায়ু বইয়ে দেবে তোমার অলিন্দ-নিলয়ে ।
গুমোট-ভারী দীর্ঘশ্বাস জমিয়ে জমিয়ে,
তুমি তোমার অবহেলিত পৃথিবীতে যে অভিশপ্ত ক্যান্সার বাঁধিয়ে বসেছো,
সে তার অ্যামাজন হবে ।
একটা জানালা…
সে তোমায় সবুজ পাতার মর্মর ধ্বনি শোনাবে,
শোনাবে দূর থেকে ভেসে আসা, নাম না জানা কোনো একদল ছোট্ট পাখির মিষ্টি কলকাকলি !
সে শুনবেও !
তোমার মন খারাপ হলে,
তাঁর কোলের কাছে মাথা ঠেকিয়ে
তুমি কাঁদতে পারবে।
সে একবারও নিষেধ করবেনা,
জানতে চাইবেনা কেনো তুমি কখনো কখনো তার পাল্লাদুটোও টেনে রাখো ।
একটা জানালা…
একাকিত্বের যন্ত্রণার দিনগুলোতে,
তোমার আশ্রয় হবে।
আবার রিমঝিম বাদলাদিনে,
তোমার স্বাধীনতা হবে।
আছে তোমার এমন একটি জানালা ?