এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৯ জুলাই : পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেসের নেতাদের সালিশিসভায় নামে নৃসংশতার একের পর এক ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে । কলকাতা থেকে উত্তর দিনাজপুরের চোপড়া, ভিডিও প্রকাশ্যে আসার পর গ্রেফতারও হয়েছে বেশ কয়েকজন । এরই মাঝে তৃণমূল নেতাদের ‘ক্যাঙ্গারু কোর্ট’-এর নতুন একটা ভিডিও প্রকাশ্যে আনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । ১ মিনিট ৩৩ সেকেন্ডের সেই ভিডিওতে দেখা গেছে আকাশি রঙের শালোয়ার-কামিজ পরা এক মহিলা ও লুঙ্গি-গেঞ্জি পরা এক পুরুষ পাশাপাশি বসে আছেন । তাদের সামনে হাতে কাঁচি নিয়ে দাঁড়িয়ে আছে গলায় গামছা ঝোলানো স্যান্ডোগেঞ্জি ও লুঙ্গি পরা এক ব্যক্তি । কাঁচি হাতে ব্যক্তিকে মহিলার চুল কেটে দিতে দেখা যায় । সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের মন্তব্য করতে শোনা যায়,’আবার চুল গজিয়ে যাবে, ওদের কিছুই হবে না ।’ আর একজনকে বলতে শোনা যায়, ‘এমন কাজ করলে….।’ যদিও ঘটনাটি কি এবং কবে কার তা স্পষ্ট নয় । ভিডিও-এর সত্যতা যাচাই করেনি ‘এইদিন’।
বৃহস্পতিবার রাত্রি ৯:৪২ নাগাদ ভিডিওটি নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করে শুভেন্দু অধিকারী লিখেছেন, “বাংলায় মহিলাদের বিরুদ্ধে মধ্যযুগীয় বর্বরতা”র সর্বশেষ পর্ব। লজ্জা লজ্জা লজ্জা৷ এবার হাওড়ার ডোমজুর । ডোমজুর দূরবর্তী জায়গা নয়। এটি হাওড়া সিটি পুলিশের এখতিয়ারের অধীনে আসে।কোচবিহার থেকে চোপড়া, আড়িয়াদহ থেকে ডোমজুর পর্যন্ত চলছে যন্ত্রণা। গতকাল, শাস্তি হিসাবে এক মহিলার চুল নির্দয়ভাবে কেটে দেওয়া হয়েছিল, এলোমেলোভাবে কাঁচি প্রয়োগ করে । ঠাণ্ডা রক্তের পাশবিকরা হল – ইশা লস্কর, আবুল হোসেন লস্কর, সায়েম লস্কর, মকবুল আলি, ইসরায়েল লস্কর, আরবাজ লস্কর এবং মেহেবুল্লাহ মিদ্দে, যারা এই জঘন্য কাজটি করেছে, তারা টিএমসি পার্টির সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। দেখে মনে হচ্ছে পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি এতটাই ‘এয়ার টাইট’ যে রাজ্য জুড়ে ক্যাঙ্গারু কোর্ট প্রতিষ্ঠিত হচ্ছে এবং তাৎক্ষণিক বিচার করা হচ্ছে, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে ।’
এদিকে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার মালিওর-১ গ্রাম পঞ্চায়েতের হরকাবাথান এলাকায় পঞ্চায়েত প্রধানের বাড়িতে বুধবার রাতে সালিশি সভায় ডেকে মিটমাট করে দেওয়ার নামে চার ভাইকে মারধর করার অভিযোগ উঠল এক ঠিকাদার এবং তার পরিবারের লোকজনের বিরুদ্ধে। রাতেই হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে জখম চার ভাইকে ভর্তি করানো হয়েছে। থানায় ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে আহতের পরিবার। মালিওর ১ গ্রাম পঞ্চায়েতের শাসকদলের প্রধান সেতারা বিবির স্বামী আব্দুল রহমানের কথাতেই এদিন রাতে তার বাড়ির সামনে সালিশি সভা বসানো হয়েছিল বলে অভিযোগ ।
ঘটনার বিবরণে জানা গেছে,হরকাবাথান এলাকার বাসিন্দা পেশায় শ্রমিক মোশারফ হোসেন ওরফে আকবর ৯ মাস আগে ঠিকাদার মনিরুলের কাছ থেকে অগ্রিম সাড়ে ১১ হাজার টাকা নিয়ে মুম্বইয়ে শ্রমিকের কাজে গিয়েছিলেন । সেখানে সপ্তাহ খানেক কাজ করার পর আকবর অন্যত্র কাজ করতে চলে যায় । এরপর মণিরুল সেই টাকা আকবরের কাছ থেকে ফেরত চায় । কিন্তু টাকা না পারার অপরাধে পঞ্চায়েত প্রধানের বাড়িতে সালিশিসভা বসিয়ে আকবর ও তার তিন ভাইকে বেদম মারধরের অভিযোগ উঠেছে ।।