এইদিন ওয়েবডেস্ক,কাঠমান্ডু,১৪ জুলাই : নেপালের পুলিশ হেড অফিসের তথ্য অনুযায়ী, ২৮ মে থেকে অবিরাম বর্ষণে দেশের বিভিন্ন স্থানে বন্যা ও ভূমিধসসহ দুর্যোগে ১০৮ জনের মৃত্যু হয়েছে। কাঠমান্ডু উপত্যকায় ২ জন, কোশি প্রদেশে ১৯ জন, মাধেশ প্রদেশে ৫ জন, বাগমতি প্রদেশে ৯ জন, গন্ডাকি প্রদেশে ৩৮ জন, লুম্বিনি প্রদেশে ২৩ জন, কর্নালি প্রদেশে ৪ জন এবং সুদুরপাশ্চিম প্রদেশে ৮ জন মারা গেছেন। আহত হয়েছেন ১১৯ জন। তার মধ্যে কাঠমান্ডু উপত্যকায় ৮ জন, কোশি প্রদেশে ৩১ জন, মাধেশ প্রদেশে ৯ জন, বাগমতি প্রদেশে ৭ জন, গন্ডাকি প্রদেশে ২৮ জন, লুম্বিনি প্রদেশে ৯ জন, কর্নালি প্রদেশে ১৬ জন এবং সুদুরপশ্চিম প্রদেশে ১১ জন আহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ জানায়, ৫৩ জনকে উদ্ধার করা হয়েছে এবং ৬ জন এখনও নিখোঁজ রয়েছে। বন্যার কারণে মোট ১৮২টি বাড়ি প্লাবিত হয়েছে বলে জানা গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ২০৩ টি ঘরবাড়ি, ৭৫টি শেড, ৪১টি সেতু, একটি স্কুল ও ২টি সরকারি অফিস। মানুষের পাশাপাশি ৫১৬ টি প্রাণী মারা গেছে। ওই সময়ে দুর্যোগে বাস্তুচ্যুত হয়েছে ৩ হাজার ৫৫২ পরিবার।।