এইদিন ওয়েবডেস্ক,১৩ জুলাই : গাজা শহরে ইসরায়েলের ক্রমাগত হামলার এক সপ্তাহ পর অন্তত ৬০ ফিলিস্তিনিদের মৃতদেহ উদ্ধার হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মিডিয়া । দ্য গার্ডিয়ান শুক্রবার জানিয়েছে যে এই মৃতদেহগুলি গাজা শহরের তাল আল-হাওয়া এবং আল-সানা এলাকায় পাওয়া গেছে। খবরে বলা হয়েছে, ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ আটকে আছে এবং তাদের সাহায্য করা যাচ্ছে না।
উল্লেখ্য, ইসরায়েলি সেনাবাহিনীর গাজা শহরে এক সপ্তাহ ধরে হামলা চালানোর সিদ্ধান্তের আগে গাজার বাসিন্দাদের এই শহর ছেড়ে যেতে বলা হয়েছিল । কিন্তু তারা গাজা ছাড়তে অস্বীকার করে । যেকারণে বাধ্য হয়ে সাধারণ মানুষের মাঝে আশ্রয় নেওয়া ফিলিস্তিনি সন্ত্রাসী গোষ্ঠী হামাসের ঘাঁটিগুলিতে বিমান হামলা চালায় ইসরায়েল । আর এই হামলায় বেঘোরে প্রাণ হারাতে হয় সাধারণ মানুষকে । যদিও ৬০ ফিলিস্তিনির মৃতদেহ উদ্ধারের বিষয়ে ইসরাইল কিছু জানায়নি। এই হামলা এমন এক সময়ে ঘটছে যখন আরব দেশগুলো এবং যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির বিনিময়ে ইসরায়েলি জিম্মিদের মুক্তি এবং ফিলিস্তিনি বন্দীদের মুক্তির জন্য মধ্যস্থতার চেষ্টা করছে।।