এইদিন ওয়েবডেস্ক,১৩ জুলাই : ইসরায়েলের হাইফা জেলার কারমেল শহরের শপিং মলে দুই ইসরায়েলিকে ছুরিকাঘাতকারী সন্ত্রাসীকে আজীবনের জন্য মাসিক উপবৃত্তি দেবে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। সেই সন্ত্রাসী হামলায় একজন গুরুতর আহত এবং অপরজনের মৃত্যু হয় । এদিকে ফিলিস্তিনি সন্ত্রাসীদের পরিবারকে পুরস্কৃত করে যারা তাদের অপরাধ করার সময় নিহত হয় । পুরষ্কার বাবদ এককালীন ৬,০০০ শেকেল এবং মাসিক ১,৪০০ শেকেল দেওয়া হয় । কারমেল শহরের শপিং মলে যে সন্ত্রাসী হামলাটি করেছে সে একজন ইসরায়েলি আরব ছিল । তার পরিবারকে মাসে মোট ১,৭০০ শেকেল এবং ২১ শতাংশ অতিরিক্ত অর্থ দেওয়া হবে বলে ঘোষণা করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।
প্যালেস্টাইন মিডিয়া ওয়াচ ২০১১ সালে পে-ফর-স্লে বলে একটি প্রকল্পের সূচনা করেছিলে । ওই প্রকল্প অনুযায়ী নাশকতা চালানোর সময় খতম হওয়া সন্ত্রাসীদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে । তখন থেকেই বিশ্ব এটির নিন্দা করেছে । পিএ চেয়ারম্যান মাহমুদ আব্বাস একাধিকবার প্রকাশ্যে এবং টেলিভিশনে বলেছেন, যদি পিএ -এর এক পয়সাও সঞ্চয় থাকে তাহলে তা বন্দীদের এবং শহীদদের অর্থ প্রদান অব্যাহত রাখবে।।