এইদিন ওয়েবডেস্ক,উত্তরাখণ্ড,৩০ জুন : আজ রবিবার উত্তরাখণ্ডের কেদারনাথ ধামে আসা পূণ্যার্থীরা একটা অলৌকিক ঘটনার সাক্ষী থাকলেন । কেদারনাথের গান্ধী সরোবরে একটি বিশাল এবং ভয়ঙ্কর হিমানী-সম্প্রপাত (avalanche) নেমে আসে । কিন্তু বাবা ভোলেনাথের কৃপায় কারোর বিন্দুমাত্র ক্ষতি হয়নি । ঘটনার সময় মন্দিরের কাছাকাছি থাকা কোনো ভক্ত নিজের মোবাইল ক্যামেরায় সেই দৃশ্য রেকর্ড করে রাখেন । ভিডিওতে দেখা যায় যে বিশাল আকৃতির বরফের স্রোত বিকট শব্দ করতে করতে ধীর গতিতে নেমে আসছে কেদারনাথ ধামের মন্দিরের পিছনের পাহাড় থেকে । রুদ্রপ্রয়াগের এসএসপি ডাঃ বিশাখা অশোক ভাদানে জানান, ঘটনাটি ঘটেছে আজ ভোর ৫ টা নাগাদ ।
প্রসঙ্গত,অনেক সময় বিভিন্ন কারণে বরফে ঢাকা পাহাড় থেকে হঠাৎ করে বরফের রাশি দ্রুত নিচের দিকে পড়তে থাকে। এই ঘটনাটিকে হিমানী-সম্প্রপাত বলা হয়। প্রচুর পরিমানে বরফ নেমে আসার সময় বিকট শব্দ হয় । অনেক সময় এই ধরনের ঘটনায় শ্বাসরুদ্ধ হয়ে মানুষ মারা যায় । কিন্তু আজ স্বয়ং বাবা কেদারনাথের আশীর্বাদে কারোর বিন্দুমাত্র ক্ষতি হয়নি বলে মনে করছেন শ্রদ্ধালুরা ।
এদিকে অনান্য বছরের মত এবারেও কেদারনাথে ভক্তদের ব্যাপক ভিড় দেখা গেছে। প্রথম সপ্তাহে প্রায় ৬ লাখ ভক্ত এখানে পৌঁছে ভগবান ভোলেনাথকে দর্শন করেন। রুদ্রপ্রয়াগ কালেক্টর জানিয়েছেন, ১০ মে থেকে ৭ লক্ষেরও বেশি ভক্ত কেদারনাথে এসেছেন।।