শ্যামসুন্দর ঘোষ,মেমারি(পূর্ব বর্ধমান),৩০ জুন : পূর্ব বর্ধমান জেলার মেমারিতে লরি ও বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছে এক শিশুসহ ১১ জন বাসযাত্রী । আহতদের মেমারি হাসপাতালে ভর্তি করা হয় । হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে আহতদের নাম,অন্বেষা কিস্কু(৬), অনন্যা সোম(১৮), সৌভিক ভুঁইয়া(২৪),বিভা চ্যাটার্জি(৪০), প্রসেনজিৎ হাট(৩৫),অনিমেষ পাল(২১),উত্তম চ্যাটার্জি (৫৫),তপন চৌধুরী(৪৮),শেখ সিরাজুল আলম(৫৮), সুব্রত পাল(৪৯) এবং তাপস কুমার রায়(৫০) । আহতদের মধ্যে অনন্যা সোমের অবস্থা গুরুতর হওয়ায় কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে ।
স্থানীয় সূত্রে খবর,সাতগেছিয়া থেকে মেমারীর দিকে আসছিল যাত্রীবাহী বাসটি । বিপরীত দিক থেকে আসছিল একটি লরি । মালডাঙ্গা-মেমারি রোডে দুর্ঘডাঙ্গা মোড়ে এলে বাসের ডান দিকের সঙ্গে লরির বাম দিকে ঘষা খায় । এরপর বাসটি টালমাটাল হয়ে রাস্তার পাশে বিদ্যুতের ট্রান্সফর্মারের খুঁটিতে সজোরে ধাক্কা দিয়ে দাঁড়িয়ে যায় । এতটা জোরে খুঁটিতে ধাক্কা দেয় যে বাসের বামদিকের একাংশ কার্যত তালগোল পাকিয়ে যায় । এদিকে সংঘর্ষের কারনে প্রবল ঝাঁকুনিতে বাসযাত্রীরা মাথা,হাত বা পায়ে আঘাত পায় । স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে ।
স্থানীয় বাসিন্দা মিঠুন সরকার,রাস মল্লিকরা বলেন,’বাসটা বেপরোয়া গতিতে যাওয়ার কারনেই এই দুর্ঘটনা ঘটেছে ।’ তাদের অভিযোগ,শঙ্করপুর থেকে যাত্রীবাহী বাসগুলো বেপরোয়া গতিতে আসে । যেকারণে প্রায়ই দুর্ঘটনার পরিস্থিতির সৃষ্টি হয় ৷’ তারা বাসের গতি নিয়ন্ত্রণে পুলিশের পদক্ষেপের দাবি জানিয়েছেন ।।