এইদিন ওয়েবডেস্ক,কেরালা,২৪ জুন : কেরালার ভাদাকারার পুভাদান গেটে রেলের সিগন্যাল তার চুরি করতে গিয়ে মনোয়ার আলী (৩৭) এবং আব্বাস আলী (৪৭) নামে দুই দুষ্কৃতী কোঝিকোড রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ) এর হাতে ধরা পড়ে গেল । ধৃতদের বাড়ি আসামে । দোকানে সিগন্যাল তার বিক্রির সময় তাদের হাতেনাতে ধরে ফেলে আরপিএফ । উদ্ধার করা হয়েছে ১২ মিটার সিগন্যাল তার এবং চুরিতে ব্যবহৃত হ্যাকস ব্লেড ৷ কেরালার সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে,ভাদাকারার পারভান্থলার কাছে একটি পুরনো বাড়ি ভাড়া নিয়েছিল মনোয়ার আলী ও আব্বাস আলী । যেখানে তারা স্ক্র্যাপের ব্যবসা চালাত। পাশাপাশি আব্বাস আলী একটি কৃষি সংক্রান্ত ব্যবসা চালায় বলে জানা গেছে ।
ঘটনার বিবরণে জানা গেছে,শুক্রবার (২১ জুন ২০২৪) সকালে মানোয়ার আলী পূদাবন গেটে গিয়ে সিগন্যাল তার কেটে ফেল । যার ফলে ভাদাকারা এবং মাহে এর মধ্যে রেলের সিগন্যালিং সিস্টেমে ব্যাঘাত ঘটে এবং প্রায় দশটি ট্রেন বিলম্বিত হয়। আরপিএফ এর একটা দল ঘটনাস্থলে পৌঁছলে তারা রেলওয়ে ট্র্যাকের কাছে মনোয়ার আলীকে দেখতে পায় এবং তার কাছ থেকে তারের একটি অংশ উদ্ধার হয় । পরে তাদের স্ক্র্যাপ ব্যবসার প্রাঙ্গনে বাকি তার খুঁজে পাওয়া যায় । যথা সময়ে রেল কর্তৃপক্ষ পদক্ষেপ না নিলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত বলে আশঙ্কা করা হচ্ছে ।।