তোমাকে হারানোর ভয়,
আমার ভেতরে এক কঠিন অসুখ দিয়েছিল।
কী তীব্র কি অসহ্য সেই যন্ত্রণা …
সর্বক্ষণ মনকে রক্তাক্ত করতেই থাকে।
যত দিন যায়, সে ক্ষতর ওপর আবার ক্ষত
এ অসুখ.. না সারে, না ছাড়ে..।
এখন তোমাকে হারানোর পরে
একটু একটু করে অসুখ সেরে উঠছি।
কষ্ট আসে, দুচোখে জল নামে যখন তখন
তোমাকে মনে করেই কেটে যায় দিনরাত
তবু সে যন্ত্রণা নেই, সেই প্রচণ্ড ছুটিয়ে ছুটিয়ে
মনকে দেওয়া তীব্র যন্ত্রণার ভার নেই
তোমার দেবীদের নিয়ে আর কলহ নেই।
এক নীরব স্মৃতিচারণের সুখ আছে,
চোখের জলে একান্ত প্রেম আছে,
শুদ্ধ এক শান্তি আছে।
তোমার গলার স্বরগুলো আজকাল রেডিওর মত বাজিয়ে শুনি
মনে হয় একেবারে পাশেই বসে আছো, ছুঁয়ে আছো
তোমার হেঁটে যাওয়া, সেও চলমান ছবি করে রেখেছি
আর বুকজুড়ে তো দিয়েই রেখেছো অজস্র স্মৃতি।
আমার আমিকে তোমার থেকে বহুদূরে করতে
পারার আনন্দটুকু
আমি এখন রোজ দেখতে পাই তোমার মুখ জুড়ে,
বুক জুড়ে, তোমার চোখজুড়ে।
এভাবে নির্বাসন দেবার সুখে তোমাকে ভাসতে দেখেছি অনেকবার।
তোমার এই সুখ, এই আনন্দে যেন আর কখনও আমি
বাঁধা না হই , এই বাঁধনটুকু যেন মনকে দিতে পারি।
যেমনটা তুমি চেয়েছিলে তোমার স্বাধীনতার সুখে।
আমার সমস্ত সত্তা জুড়ে,
আমার দুচোখ জুড়ে তুমি আছো, আছো মনেপ্রাণে
কথা দিয়েছিলাম, কথাটুকু আমি রাখতে জানি
তুমি কবি কথা রাখা তোমায় মানায় না মানি
তবু অদৃশ্য মহাবিশ্বের কাছে রোজ তোমার মঙ্গল চেয়ে স্বীকার করি ভালোবাসি ভালোবাসি
স্বীকার করি আমার একটি জীবন এসে থেমে গেছে তোমার দুয়ারে।।