এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২১ জুন : প্রদেশ কংগ্রেসের সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন অধীর রঞ্জন চৌধুরী । আজ শুক্রবার বিকেলে কমিটির রাজ্য ইউনিটের একটি বৈঠকের পরে তিনি এই সিদ্ধান্ত নেন। লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ রাজ্যে কংগ্রেস দলের খারাপ ফলাফলের জন্য তিনি নৈতিক দায় স্বীকার করে ইস্তফা দিয়েছেন বলে জানিয়েছেন । তবে তার পদত্যাগ গৃহীত হয়েছে কিনা সে বিষয়ে কংগ্রেস নেতৃত্বের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো নিশ্চিতকরণ পাওয়া যায়নি। তার স্থলাভিষিক্ত কে হবেন তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। অনুমান করা হচ্ছে যে মালদহ-দক্ষিণের কংগ্রেসের বর্তমান সাংসদ ঈশা খান চৌধুরীকে প্রদেশ কংগ্রেসের সভাপতি করা হতে পারে।
প্রসঙ্গত, কংগ্রেসের রাজ্যসভার সদস্য এবং প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরম রাজ্য সচিবালয়ে নবান্নে নেমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বৈঠকের ঠিক একদিন পরে অধীর চৌধুরী এই ঘোষণা করেছেন । মুর্শিদাবাদের বহরমপুর কেন্দ্র থেকে পাঁচবারের সাংসদ অধীর চৌধুরী, তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠানের কাছে পরাজিত হয়েছেন।তৃণমূলের সঙ্গে দলের সম্পর্কের ইস্যুতে বেশ কিছুদিন ধরেই দলের হাইকমান্ডের সঙ্গে তার মত পার্থক্যের খবর শোনা যাচ্ছে । অধীর চৌধুরী সিপিআই(এম)-এর নেতৃত্বাধীন বামফ্রন্টের সঙ্গে নির্বাচনী সমঝোতার বিষয়ে তার মতামত নিয়ে সবসময়ই সোচ্চার ছিলেন । লোকসভা ভোটের সময় মল্লিকার্জুন খার্গের সঙ্গে তার মতপার্থক্যও প্রকাশ পায় ।।