এইদিন ওয়েবডেস্ক,বানভাসি (কর্ণাটক),১৯ জুন : কর্ণাটকের শিরাসির কাছে অবস্থিত প্রাচীন মন্দির শহর বানভাসি তালুকের দাসানা কোপ্পা গ্রাম থেকে একজন সন্ত্রাসবাদীকে গ্রেফতার করেছে জাতীয় তদন্ত সংস্থা(এনআইএ) । মঙ্গলবার গ্রেফতার হওয়া আবদুল শাকুর (৩৪) নামে ওই সন্ত্রাসবাদীর বিরুদ্ধে ব্যাঙ্গালোর রামেশ্বর ক্যাফে বিস্ফোরণ এবং শিমোগা মসজিদ বিস্ফোরণে জড়িত থাকার অভিযোগ রয়েছে । এছাড়া সাম্প্রদায়িক দাঙ্গা ছড়ানোর উসকানি দেওয়ারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে । বানভাসি ও শিরাসি মিলে বেশ কয়েকটা জায়গায় অভিযান চালায় এনআইএ ।
কন্নড় সংবাদপত্র কানাডা প্রভার প্রতিবেদনে জানা গেছে,ডাসানা কোপ্পা গ্রামের বাসিন্দা শাকুর দুবাইতে কর্মরত ছিল । নরেন্দ্র মোদী সরকারের দ্বিতীয় কার্যকালে ৫ বছরের জন্য নিষিদ্ধ হওয়া কেরালা ভিত্তিক একটা সন্ত্রাসী সংগঠনের সদস্য আবদুল শাকুর । বকরিদ উদযাপনের জন্য সে গ্রামে এসেছিল।জাতীয় তদন্ত সংস্থা এই বিষয়ে খবর পেতেই তাকে পাকড়াও করে ।
এনআইএ সূত্রের খবর,শাকুর বেশ কয়েকটি সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যুক্ত ছিল এবং অনলাইনে তাদের সঙ্গে যোগাযোগ রাখত । সে ভুয়া কাগজপত্র দিয়ে পাসপোর্ট সংগ্রহ করে দুবাইতে পালিয়ে যেতে সক্ষম হয় । শাকুর একজন ইসলামি ধর্মগুরু ছিল। ২০১৮-১৯ সালে সে থার্থল্লিতে চলে যায় । সেই সময় সে ম্যাঙ্গালোরের কুক্কর, রামেশ্বরম ক্যাফে এবং শিমোগা মসজিদ বিস্ফোরণের প্রধান অভিযুক্তদের সাথে দেখা করে । কর্মকর্তারা জানিয়েছেন যে আবদুল শাকুর স্কুলের পড়াশোনা শেষ করে দুবাইতে রান্নাঘরের যন্ত্রপাতি, এয়ার কন্ডিশনার এবং ধাতুর ব্যবসা শুরু করে । তাকে গ্রেপ্তার করে একটি অজানা জায়গায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করছে এনআইএ ৷।