এইদিন ওয়েবডেস্ক,মালদা,১৬ জুন : মালদার গ্রামের চায়ের দোকানে চলছিল দেদার মদ ও গাঁজা বিক্রি । নেশার কবলে পড়ে সর্বশান্ত হচ্ছিল খেটে খাওয়া পরিবারগুলি । পাশাপাশি পরিবারগুলিতে নিত্যদিন অশান্তি লেগেই থাকত । চায়ের দোকানদারকে বারবার বলেও কোনো সুরাহা হয়নি । শেষে পথ অবরোধ করতে বাধ্য হন গ্রামের মহিলারা । মালদা জেলার হরিশচন্দ্রপুর থানার অন্তর্গত তিলডাঙি গ্রামের ঘটনা । আজ রবিবার দুপুরে তিলডাঙি গ্রামের মোড়ে রাজ্য সড়কের উপর বসে পড়ে অবরোধ শুরু করেন বেশ কিছু মহিলা । ঘন্টা দুয়েক অবরোধ চলার পর খবর পেয়ে ঘটনাস্থলে আসে হরিশচন্দ্রপুর থানার পুলিশ । শেষ পর্যন্ত পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।
এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে পদ্ম মণ্ডল নামে এক প্রৌঢ় চায়ের দোকানদারের বিরুদ্ধে । পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। যদিও অভিযুক্তের দাবি যে তিনি নিজে পান করার জন্য মদ নিয়ে আসেন । কোনো কোনো খরিদ্দার বাইরে থেকে মদ কিনে নিয়ে এসে তার দোকানে এসে পান করে । তাই তিনি তাদের কিছু বলতে পারেন না । যদিও মহিলাদের দাবি ওই ব্যক্তিই মাদক বিক্রি করে । পুলিশ জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ।।