এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,১৬ জুন : নভি মুম্বই এলাকার একটা মাংসের দোকানে ছাগলের পিঠে “রাম” লিখে জবাই করার চেষ্টার ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে । ধর্মবিশ্বাসে আঘাত দেওয়ার অভিযোগ তুলে হিন্দুরা বিক্ষোভ দেখালে নড়েচড়ে বসে পুলিশ । পুলিশ মাংসের দোকান মালিকের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করে গ্রেফতার করেছে । পাশাপাশি দোকানে তালা লাগিয়ে দিয়েছে পুলিশ ।
নভি মুম্বইয়ের সিবিডি বেলাপুর এলাকায় গুডলাক মাটন নামে একটি দোকানে এই ঘটনা ঘটেছে । খাসির মাংসের দোকানের মালিকের নাম বোর্ডে লেখা আছে মোহাম্মদ শফি। ওই দোকানের একটি সাদা রঙের ছাগলকে কেন্দ্র করে উত্তেজনার সুত্রপাত । কারন ছাগলটির গায়ে হলুদ রঙ দিয়ে “রাম” (RAM) লেখা ছিল । ছাগলের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শনিবার হিন্দু সংগঠনের কিছু লোক ওই দোকানে পৌঁছে ছাগলটি কেড়ে নেয় ।
তার বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে । ভিডিওতে দোকানদারকে হিন্দু সংগঠনের সদস্যদের সঙ্গে তর্ক করতে দেখা যায়। অবশ্য তখন পুলিশ ছিল ঘটনাস্থলে । দোকান মালিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অভিযুক্তদের দোকান সিলগালা করেছে প্রশাসন। হিন্দু সংগঠনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছে। নেটিজেনদের অভিযোগ যে ইচ্ছাকৃতভাবে হিন্দুদের ধর্মীয় অনুভুতিতে আঘাত দেওয়ার চেষ্টা করছিল ওই দোকান মালিক ।।