এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৬ জুন : লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই পশ্চিমবঙ্গের রাজধানী শহর কলকাতা থেকে শুরু করে অধিকাংশ জেলাগুলিতে ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠছে । হাজার হাজার দলীয় কর্মী ইতিমধ্যেই ঘরছাড়া হয়েছে বলে অভিযোগ বিজেপির । এবারে এরাজ্যের ভোট পরবর্তী হিংসা খতিয়ে দেখতে বিজেপির ৪ সদস্যের কেন্দ্রীয় দল আসছে বলে খবর । ওই দলের নেতৃত্ব দেবেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব । প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ, রাজ্যসভার সাংসদ তথ উত্তরপ্রদেশের প্রাক্তন ডিজিপি ব্রিজলাল এবং সাংসদ কবিতা পতিদারকেও এই চার সদস্যের কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই কমিটি শীঘ্রই পশ্চিমবঙ্গ সফর করবে এবং বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডার কাছে হিংসার ঘটনার রিপোর্ট জমা দেবে বলে জানা গেছে ।
পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ, ভোট পরবর্তী হিংসায় ১২০০ জন বিজেপি কর্মী সমর্থক আহত হয়েছে,৭০০০ দোকান বন্ধ করে দেওয়া হয়েছে, ১৫,০০০ ঘরছাড়া, ২৫,০০০ এর অধিক লোকের রেশন বন্ধ করে দিয়েছে । কোচবিহার, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা সবচেয়ে বেশি হিংসার ঘটনা ঘটেছে বলে তাঁর অভিযোগ ।
বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব মমতা ব্যানার্জিকে নিশানা করে বলেছেন, সম্প্রতি ভারতের ২৮টি রাজ্য ও ৮টি কেন্দ্রশাসিত অঞ্চলে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। লোকসভা সাধারণ নির্বাচনের পাশাপাশি, তিনটি রাজ্যে বিধানসভা নির্বাচনও অনুষ্ঠিত হয়েছিল এবং ক্ষমতা হস্তান্তর শান্তিপূর্ণভাবে হয়েছে । কিন্তু পশ্চিমবঙ্গ ছাড়া আর কোথাও রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেনি। পশ্চিমবঙ্গই একমাত্র রাজ্য যা ভোট-পরবর্তী সহিংসতার কবলে রয়েছে। যেমনটি আমরা ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পরে দেখেছি।’প্রসঙ্গত, রাজ্যে লাগাতার ভোট পরবর্তী হিংসার ঘটনা দেখে কলকাতা হাইকোর্ট সিআরপিএফ মোতায়েনের সময় ২১ জুন পর্যন্ত বাড়িয়েছে।।