এইদিন ওয়েবডেস্ক,মধ্যপ্রদেশ,১৬ জুন : মধ্যপ্রদেশের মান্ডলা জেলার একটি গ্রাম থেকে গোহত্যা, চোরাচালান এবং গরুর মাংস ব্যবসার ক্রমাগত খবর আসার পড়ে কঠোর পদক্ষেপ নিল প্রশাসন। শনিবার সকালে (১৪ জুন ২০২৪) গভীর রাতে মন্ডলা জেলার নাইনপুর (Nainpur) থানা এলাকার ভৈনসওয়াহি (Bhainswahi) গ্রামে অভিযান চালিয়ে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে ১১ জন গরু পাচারকারীর বাড়ি । তার আগে ওই সমস্ত দুষ্কৃতীদের বাড়ির ফ্রিজ থেকে উদ্ধার হয়েছে প্রচুর গোমাংস । পাশাপাশি অন্তত ১৫০ গরু মুক্ত করেছে প্রশাসন । মন্ডলার পুলিশ সুপারের নির্দেশে, এসডিওপি নৈনপুর নেহা পাচাসিয়ার নেতৃত্বে, নৈনপুর থানার পুলিশ দল এবং নৈনপুর থানার ইনচার্জ ইন্সপেক্টর বলদেব সিং মুজালদা এই অভিযান পরিচালনা করেন । পুলিশ কর্মকর্তারা বলেছেন যে ওই ১১ জন ব্যক্তি গরু জবাই এবং গরুর মাংস বিক্রির সাথে জড়িত থাকার অভিযোগে এই ব্যবস্থা নেওয়া হয়েছিল, যা বিজেপি শাসিত রাজ্যে নিষিদ্ধ।
সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, এক তথ্যদাতার তথ্যের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে মন্ডলা জেলার নাইনপুর থানা এলাকার ভৈনসওয়াহি গ্রামে অভিযান চালায় পুলিশ । গ্রামের ১১টি বাড়িতে গরুর দেহের অবশিষ্টাংশ উদ্ধার করা হয়। পুলিশ ১১ টি এফআইআর নথিভুক্ত করেছিল এবং একজন অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছিল । বাকিরা অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায় । এরপর শনিবার রাজস্ব দফতরের টিমের সাথে প্রশাসন বুলডোজার দিয়ে অভিযুক্তদের বাড়িগুলি ভেঙে গুঁড়িয়ে দিয়ে আসে । পাশাপাশি ওই সমস্ত গরু পাচারকারীর বাড়ির আশপাশের মাঠ ও আস্তাবলে প্রায় দেড় শতাধিক জীবন্ত গরু পাওয়া যায়। পুলিশ দল তাদের মুক্ত করে এবং প্রশাসনের সহায়তায় ৮৫ টি গরুকে নিরাপদ স্থানে রাখা হয় ।
জানা গেছে,ওই সমস্ত গরু পাচারকারীরা সরকারী জায়গা জবরদখল করে দীর্ঘদিন ধরে বসবাস করছিল । তাদের মূল পেশা ছিল গরু পাচার ও গোমাংস বিক্রি করা । এর আগেও অভিযোগ উঠলে প্রশাসন কঠোর পদক্ষেপ নিয়েছিল । কিন্তু এবারে আরও বড় মাপের পদক্ষেপ নিয়েছে মান্ডলা জেলা প্রশাসন । পুলিশ জানিয়েছে,ধৃত গোরু পাচারকারীকে জিজ্ঞাসাবাদ করছে এবং বাকিদের গ্রেফতারের জন্য তল্লাশি অভিযান শুরু করা হয়েছে ।।