ভান্ডারহাটির কন্যা রে তুই মন কাড়লি আজ
লাগছে দারুণ দেখতে তোকে অসাধারণ সাজ।
চৌধুরীদের কন্যা রে তুই কুঁচ বরণ কেশ
কর বাড়িতে মানিয়ে নিয়ে আছিস তবে বেশ।
ভালোবাসার বিয়ে তোদের সুখে দুঃখে জীবন
আমি তোদের রাসমণি দি ভান্ডারহাটির স্বজন।
গৌতম দাদার মিষ্টির দোকান কতবার তো গেছি
বাপের বাড়ি মিষ্টি নিয়ে ওর থেকে এসেছি।
কি যে মিষ্টি দেখতে তোকে চোখ দুটো টানটান
ভান্ডারহাটির কন্যা হয়ে রেখে গেলাম মান।
মাথায় গোঁজা গোলাপ কুঁড়ি হাতে ঝোলা ব্যাগ
শাড়ির আঁচল মিষ্টি ভারি লাগ ভেলকি লাগ।
কন্যাগণের বিয়ে হলে মায়ের ভীষণ জ্বালা
একা থাকা একা বলা বোঝে না রে কালা।
নিজের সময় কাটিয়ে নিতে করিস কেকের ব্যবসা
জানিস বোনু তোরই মতোন আমারও অবস্থা।
একা একা কাটে না তাই লেখালেখি করি
লেখা আমার জীবন সাথী লেখার জড়াজড়ি।
ভালো থাকিস সুস্থ থাকিস সারাজীবন তুই
দেখতে তোকে ভারি ভারি ইচ্ছে করে ছুঁই।।