এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),১৪ জুন : পূর্ব বর্ধমান জেলার ভাতার ও বলগোনা রেলস্টেশনের আশেপাশে রেলের জায়গা জবরদখল করে গজিয়ে উঠেছে বহু দোকান ও ঝুপড়ি । জবরদখলকারীদের উচ্ছেদের জন্য বহুবার রেলের তরফে নোটিশ করা হয় । কিন্তু উচ্ছেদ করতে এলেই জবরদখলকারীদের সাথে নিয়ে পুণঃর্বাসনের দাবি জানাতে শুরু করে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব । যেকারণে রেলের জায়গা জবরদখল মুক্ত করা সম্ভব হয়নি । আজ শুক্রবার ফের তৃণমূল কংগ্রেসের বাধার কারনে উচ্ছেদ অভিযান স্থগিত রাখতে হয় রেল কর্তৃপক্ষকে ।
জানা গেছে, ভাতার রেলস্টেশনের রেলের জায়গায় শতাধিক দোকানপাট ও ঝুপড়ি রয়েছে । এমনকি রেলের জায়গায় গ্রহরাজের একটা মন্দিরও করা হয়েছে । শুধু তাইই নয়, গ্রহরাজ মন্দিরের পূর্ব দিকে রেললাইনের কাছাকাছি বছর খানেক আগে একটা শিবমন্দিরও করা হয় ।
জানা গেছে, ভাতার রেলস্টেশনে রেলের জায়গা জবরদখলকারী প্রায় ১৩১ জনকে সপ্তাহ তিনেক আগে নোটিশ করে জায়গা খালি করে দিতে বলা হয় । আজ শুক্রবার ছিল জায়গা খালি করার শেষ দিন । যথারীতি জায়গা খালি করা না হলে রেল কর্তৃপক্ষ রেলপুলিশকে সঙ্গে নিয়ে উচ্ছেদ অভিযানে আসে । কিন্তু তার আগেই রেলস্টেশনে অবস্থান বিক্ষোভ শুরু করে তৃণমূল । সেই বিক্ষোভে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক শান্তনু কোঁয়ার, ভাতার ব্লক তৃণমূল সভাপতি বাসুদেব যশ, সহ সভাপতি অশোক হাজরা, শুভ্রাংশু বুট, যুব তৃণমূল নেতা সফিকুল আলম, বাপ্পাদিত্য হুই,জুলফিকার আলী সহ বেশকিছু ব্লক স্তরের নেতারা । তারা পুণঃর্বাসনের দাবি জানান । শেষ পর্যন্ত তৃণমূলের প্রতিনিধিদলের সঙ্গে রেল ও আরপিএফ আধিকারিকদের দু’দফার আলোচনার পর আপাতত উচ্ছেদ অভিযান স্থগিত করা হয় । তবে পুণঃর্বাসনের ব্যবস্থা না করে ফের উচ্ছেদ করতে এলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল নেতা শান্তনু কোঁয়ার ।।