এইদিন ওয়েবডেস্ক,পূর্ব বর্ধমান,১৪ জুন : ফাঁকা মাঠে বসে মদ্যপান করছিল দুই যুবক । দু’জনেরই নেশা যখন চরমে ওঠে সেই সময় কোনো কারনে দু’জনের মধ্যে বচসা বাধে । আর বচসা চলাকালীন এক যুবক অন্য যুবকের উপর চড়াও হয়ে ছুরি দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে চম্পট দেয় বলে অভিযোগ । আজ শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের বড়া চৌমাথা এলাকায় বর্ধমান-সিউড়ি ২বি জাতীয় সড়কের পাশে ফাঁকা মাঠের মধ্যে । এলাকাটি ভাতার ও আউশগ্রামের সীমান্তবর্তী হওয়ায় খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় আউশগ্রামের গুসকরা ফাঁড়ি এবং ভাতার থানার অন্তর্গত ওড়গ্রাম ফাঁড়ি পুলিশ । পুলিশ আহত জখম যুবক শেখ সাইফুলকে চিকিৎসার জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় । সাইফুলের শরীরের একাধিক জায়গায় গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে । এদিকে ঘটনার পর থেকেই চম্পট দিয়েছে অভিযুক্ত যুবক শেখ রাহুল । পুলিশ তাকে খুঁজছে ।
জানা গেছে,আক্রান্ত শেখ সাইফুলের বাড়ি ভাতার থানার ঘোলদা গ্রামে । হামলাকারী শেখ রাহুল ভাতার থানার আইমাপাড়া গ্রামের বাসিন্দা । তারা দু’জন ঘনিষ্ঠ বন্ধু । আর দু’জনেই মাদকাসক্ত বলে এলাকায় পরিচিত । আজ দুপুর নাগাদ বড়া চৌমাথা মোড়ের কাছে ফাঁকা মাঠের মধ্যে তারা মদের ঠেক বসিয়েছিল। সেই সময় মদের নেশায় দু’জন কোনো বিষয় নিয়ে রক্তারক্তি কান্ড বাধায় ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ,আউশগ্রামের বড়া চৌমাথা এলাকায় মাদকের রমরমা কারবার চলে । দুই থানার সীমান্তবর্তী এলাকা হওয়ায় পুলিশের সেভাবে নজরদারি থাকেনা বলে অভিযোগ । আর এর সুযোগ নেয় মাদক কারবারিরা । মাদক কারবারিদের দৌরাত্ম্য রুখতে এলাকায় নিয়মিত পুলিশের টহলদারির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা ।।