এইদিন ওয়েবডেস্ক,দেরাদুন,১৩ জুন : দেশের দুর্বল আইন ব্যবস্থা এবং এক শ্রেণীর রাজনৈতিক দলের তোষামোদের কারনে একদিকে যেমন কট্টরপন্থী মানসিকতা বেড়ে চলেছে, অন্যদিকে তেমনি ব্যাপক হারে ঘটছে ‘লাভ জিহাদ’-এর ঘটনা । উত্তরাখণ্ডের দেরাদুনে ‘লাভ জিহাদ’-এর চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে । মুবিনা ইউসুফ নামের এক জিহাদী তার সহপাঠী এক হিন্দু তরুনীকে প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তরিত হওয়ার জন্য গিয়ে ব্ল্যাকমেইল করছিল বলে অভিযোগ । তার ব্ল্যাকমেইলে অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত পুলিশের দ্বারস্থ হয়েছে ওই তরুনী ।
সুদর্শন নিউজের একটি প্রতিবেদনে জানা গেছে, দেরাদুনে আইন কলেজে পড়াশোনা করে ওই হিন্দু তরুনী । একই কলেজের ছাত্র মুবিনা ইউসুফ । মুবিনা ইউসুফ প্রথমে ওই তরুনীর সঙ্গে বন্ধুত্ব করে । এরপর তারা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে । মুবিনা ইউসুফ মাস ছয়েক ধরে তরুনীর আপত্তিকর ছবি দেখিয়ে তাকে ইসলাম ধর্ম গ্রহণের জন্য ব্ল্যাকমেইল করে আসছে বলে অভিযোগ । তরুনীর অভিযোগ,তাকে ইসলাম ধর্মগুরুদের ভিডিও দেখিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করতে অনুপ্রানিত করার চেষ্টা করে তার প্রেমিক । কিন্তু সে ধর্মান্তরিত হতে অস্বীকার করলস ইউসুফের সহযোগীরা তাকে গুরুগ্রাম থেকে ফোনে তাকে হুমকি দিয়ে আসছে। এরপর ওই তরুনী রায়পুর থানায় মুবিনার বিরুদ্ধে একটি মামলা করেন ।
এসএসপি অজয় সিং জানিয়েছেন, এক তরুনী রায়পুর থানায় একটি অভিযোগ দায়ের করেছে,যাতে সে তার সহপাঠী মুবিনা ইউসুফকে ব্ল্যাকমেইল করে ধর্মান্তরিত করার জন্য চাপ দিচ্ছে বলে অভিযোগ করেছে ।অভিযোগের ভিত্তিতে মুবিনা ইউসুফের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তার সন্ধান চালানো হচ্ছে ।।