এইদিন ওয়েবডেস্ক,জম্মু-কাশ্মীর,১৩ জুন : রিয়াসিতে হিন্দু পূণ্যার্থীদের উপর হামলাকারী ৪ সন্ত্রাসীর স্কেচ প্রকাশ করল জম্মু-কাশ্মীর পুলিশ । সন্ত্রাসীদের সম্পর্কীয় তথ্যপ্রদানকারীদের জন্য পুরষ্কারও ঘোষণা করা হয়েছে । জম্মু-কাশ্মীরেএ ডোডা জেলা পুলিশের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে সন্ত্রাসীদের স্কেচ প্রকাশ করে লেখা হয়েছে,’জম্মু ও কাশ্মীরের ডোডা জেলা পুলিশ ৪ সন্ত্রাসীর স্কেচ প্রকাশ করেছে যারা ভাদেরওয়াহ, থাথরি, গান্দোহের উপরের অংশে ঘুরে বেড়াচ্ছে এবং সন্ত্রাস সম্পর্কিত কার্যকলাপে জড়িত ৷ জম্মু ও কাশ্মীর পুলিশ প্রতিটি সন্ত্রাসীর তথ্য প্রদানের জন্য ৫ লাখ টাকার নগদ পুরস্কার ঘোষণা করেছে।’
গত ৯ জুন নরেন্দ্র মোদীর ক্যাবিনেটের শপথগ্রহণ অনুষ্টান চলাকালীন বৈষ্ণোদেবীর মন্দিরে যাওয়া হিন্দু পূণ্যার্থীদের একটি শিবখোদি থেকে কাটরা ফেরার সময় সেনার ইউনিফর্ম পরা সন্ত্রাসীরা বাসে নির্বিচারে গুলি চালায়। তাদের উদ্দেশ্য ছিল বাসে বসা প্রতিটি যাত্রীকে হত্যা করা। কিন্তু চালকের বুদ্ধিমত্তার কারণে সন্ত্রাসীরা তা করতে পারেনি। বাসচালকের সন্দেহ হয় যে তারা সেনা সদস্য নয় পরন্তু সন্ত্রাসবাদী । সঙ্গে সঙ্গে তিনি দ্রুত গতিতে বাস চালাতে শুরু করেন । এসময় সন্ত্রাসী তাকে গুলি করলে বাসটি খাদে পড়ে যায়। সন্ত্রাসীরা চলে যাওয়া পর্যন্ত সব ভক্তরা লাশের মতো সেখানে পড়ে থাকে । পরে স্থানীয় লোকজন ও নিরাপত্তাকর্মীরা এসে আহতদের প্রাণ বাঁচায় । এই ঘটনায় ১০ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ৪১ জন পূণ্যার্থী । হতাহতদের মধ্যে ৩ থেকে ৬ বছরের বেশ কিছু শিশুও রয়েছে ।
সন্ত্রাসী হামলার পরে, পুলিশ, সেনাবাহিনী এবং সিআরপিএফ অবিরাম যৌথ অভিযান চালিয়ে অভিযুক্তদের ধরার চেষ্টা করছে। পুলিশ ও নিরাপত্তা বাহিনীর ১১টি দল বনে তল্লাশি চালাচ্ছে।।এখন পর্যন্ত তদন্তে পুলিশ ঘটনাস্থল থেকে আমেরিকার তৈরি এম ৪ কারবাইন রাইফেলের গুলির খালি খোসা পেয়েছে। পাকিস্তানে তৈরি ব্যান্ডেজ ছাড়াও চকলেটসহ খাদ্য সামগ্রী উদ্ধার হয়েছে । পুলিশের সন্দেহ যে পাকিস্তানি সন্ত্রাসী আবু হামজা, হাদুন ও ফৌজি নামে সন্ত্রাসীরা এই নাশকতা চালিয়েছে । নাশকতা চালানোর আগে তারা পাকিস্তানের কুখ্যাত গোয়েন্দা সংস্থা আই এস আই এর সাথে নিয়মিত যোগাযোগ রেখে যাচ্ছিল বলে জানতে পেরেছে গোয়েন্দারা । নিরাপত্তাকর্মীরা সন্ত্রাসীদের খুঁজে বের করে নির্মুল করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সোমবার এলাকা পরিদর্শন করেছে এনআইএ ।।