এইদিন ওয়েবডেস্ক,রোম,১৩ জুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের আগে ইতালিতে খালিস্তানি বিচ্ছিন্নতাবাদীরা মোহনদাস করমচাঁদ গান্ধীর মূর্তি ভাঙচুর করেছে। জি-৭ সম্মেলনে যোগ দিতে আগামীকাল ইতালি যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগেই এই ঘটনা ঘটল । এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ভারত ইতালিকে ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে বলেছে। বিদেশ সচিব বিনয় মোহন কোয়াত্রা ঘটনার নিন্দা করেছেন এবং গান্ধী মূর্তি ধ্বংসের ঘটনা সম্পর্কে ইতালির বিদেশ মন্ত্রণালয়কে অবহিত করেছেন।
এরই মধ্যে ইতালিতে ভারতের রাষ্ট্রদূত ভানি রাও ইতালির ঘটনায় মন্তব্য করে বলেছেন, ঘটনাটি ঘটেছে দক্ষিণ ইতালির ব্রিন্ডিসিতে। ইতালির স্থানীয় কর্তৃপক্ষ মূর্তিটি যেখানে ছিল সেটি মেরামত করার জন্য ব্যবস্থা নিয়েছে। তিনি বলেন, আমরা এর জন্য দায়ীদের খুঁজে বের করে স্থানীয় আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছি।
বিদেশে গান্ধী মূর্তি ধ্বংসের ঘটনা এটিই প্রথম নয়। গত বছরের মার্চে কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার সাইমন ফ্রেজার ইউনিভার্সিটির বার্নাবি ক্যাম্পাসে গান্ধীর একটি মূর্তি ভাঙচুর করা হয়। কানাডায় এ ধরনের দ্বিতীয় ঘটনা। প্রথম ঘটনাটি ঘটে অন্টারিওর হ্যামিল্টনের সিটি হলের কাছে। ২০২২ সালের জুলাই মাসে কানাডার ইয়ং স্ট্রিট এবং গার্ডেন এভিনিউ এলাকায় বিষ্ণু মন্দিরে গান্ধীর একটি মূর্তি ভাঙচুর করা হয়। ২০২১ সালের জানুয়ারিতে, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ডেভিসে গান্ধীর একটি মূর্তি ভাঙচুর করা হয়েছিল।।