এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১২ জুন : উত্তর ২৪ পরগণা জেলার সন্দেশখালির তৃণমূল কংগ্রেসের নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে এক চাঞ্চল্যকর খোলসা করল সিবিআই । চার্জশিটে সিবিআই জানিয়েছে যে ইডির ৫ আধিকারিকের উপর হামলার ‘মাস্টারমাইন্ড’ ছিল খোদ শেখ শাহজাহান । আর হামলার উদ্দেশ্যে ছিল, শাহজাহানের বাড়িতে মজুত অস্ত্রভাণ্ডার যাতে তদন্তকারী দলের নজরে না পড়ে যায় । এছাড়া বেশ কিছু গোপন নথিও ছিল শাহজাহানের বাড়িতে । এখনো যেগুলোর হদিস পাওয়া যায়নি ।
সিবিআইয়ের দাবি যে অমূলক নয় তার প্রমান পাওয়া গেছে ২৬ এপ্রিল । ওইদিন সন্দেশখালির আগারহাটি গ্রাম পঞ্চায়েতের মল্লিকপাড়া এলাকার তৃণমূলের পঞ্চায়েত সদস্য হাফিজুল খাঁর ভগ্নিপতি আবু তালেব মোল্লার বাড়ির একটা ঘরের মেঝে খুঁড়ে প্রচুর বিদেশি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয় । দেশি বিদেশি মিলে সেদিন মোট ১২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছিল সিবিআইয়ের গোয়েন্দারা। পরে ১০ মে রাতেও আগ্নেয়াস্ত্র উদ্ধার হয় । ওইদিন সন্দেশখালির রামপুরের পিঁপড়েখালি খেয়াঘাটের বাসিন্দা গোলাম শেখ নামে আর এক ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয় একটা আগ্নেয়াস্ত্র । সন্দেশখালির জেলিয়াখালি এলাকায় ওই দুষ্কৃতীর কাছ থেকে উদ্ধার হয় একটি লং ব্যারেল রাইফেল।
ওইদিন সন্ধ্যায় জেলিয়াখালির পিপড়াখালি ফেরিঘাটের কাছে তৃণমূলের পথসভায় তৃণমূল আশ্রিত সশস্ত্র দুষ্কৃতীদল পাহাড়া দিচ্ছিল বলে অভিযোগ । দুষ্কৃতীদের হাতে আগ্নেয়াস্ত্র দেখে স্থানীয়রা তাদের পিছু ধাওয়া করে । বাকিরা পালিয়ে গেলেই গোলাম শেখ নামে ওই দুষ্কৃতী ধরা পড়ে যায় । স্থানীয় বাসিন্দারা তাকে গণধোলাই দেয় । কিন্তু সে আগ্নেয়াস্ত্র ফেলে স্থানীয়দের হাত ফস্কে পালিয়ে যায় । খবর পেয়ে পুলিশ গিয়ে বন্দুকটি উদ্ধার করে ।
প্রসঙ্গত,রেশন দুর্নীতি মামলায় নাম জড়ায় সন্দেশখালির ‘ত্রাস’ শেখ শাহজাহানের । চলতি বছরের ৫ জানুয়ারী ইডির ৫ সদস্যের একটা দল শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে গেলে তাদের শাহজাহানের ‘রোহিঙ্গা বাহিনী’র হাতে আক্রান্ত হতে হয় । আর সেই হামলার সময় শাহজাহান বাড়িতেই ছিল জানতে পেরেছে ইডি । সিবিআই জানিয়েছে যে ইডি আধিকারিকরা শাহজাহানের আকুঞ্জিপাড়ার বাড়িতে ৫ জানুয়ারী যখন যান তখন বাড়িতেই ছিল সে । দরজায় বারবার ধাক্কা দিলেও সে দরজা খোলেনি । উলটে শাহজাহান তার পোষা গুন্ডা জিয়াউদ্দিন মোল্লা এবং দিদার বক্সদের লোকজড়ো করার নির্দেশ দেয় । নির্দেশ পেয়েই ওই দু’জন রোহিঙ্গা বাহিনীদের দিয়ে ইডির আধিকারিকদের উপর হামলা চালায় । শাহজাহান ও তার দুই সাগরেদ জিয়াউদ্দিন মোল্লা এবং দিদার বক্স বর্তমানে জেলে রয়েছে । তবে শাহজাহান কি নথিপত্র গোপন করেছে এবং তা রেশন দুর্নীতি মামলার সঙ্গে সম্পর্কিত কিনা তা স্পষ্ট নয় ।।