এইদিন ওয়েবডেস্ক,মঙ্গলকোট(পূর্ব বর্ধমান),১০ জুন : ফের বজ্রপাতে মৃত্যুর ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমান জেলায় । পাশাপাশি মৃত্যু হয়েছে ৩ টি গরুর । এবারে জেলার মঙ্গলকোট ব্লকে আজ সোমবার প্রায় একই সময়ে তিন পৃথক জায়গায় ওই চারজনের মৃত্যুর ঘটনা ঘটেছে । বিকেলে মাঠে গরু চড়ানোর সময় মঙ্গলকোটের কানাইডাঙ্গা গ্রামের কাছে মৃত্যু হয়েছে বিজয় ঘোষ (৫৫) এবং অজিত ঘোষ (৫৯) নামে দুই ব্যক্তির । পেশায় গোপালক দুই প্রৌঢ় সহদর ভাই । তাদের দুটি গরুও বজ্রপাতে মারা গেছে । জিল্লাল মোল্লা (৬২) নামে এক বৃদ্ধ বজ্রপাতে মারা গেছেন মঙ্গলকোটের ঠ্যাঙ্গাপাড়া গ্রামের কাছে । তার একটি গরুও মারা যায়। চতুর্থ ঘটনাটি ঘটেছে মঙ্গলকোটের সাকোনা গ্রামে । বিকেলে মাঠে যাওয়ার সময় রুবিনা বিবি (৩৭) নামে এক গৃহবধূর মৃত্যু হয় । জানা গেছে,ওই মহিলার বাড়ি বীরভূম জেলার নানুর থানা এলাকায় । সাকোনা গ্রামে তার আত্মীয়বাড়ি ।
উল্লেখ্য,আজ সকাক থেকেই পূর্ব বর্ধমান জেলায় তীব্র তাপ প্রবাহ চলছিল । বাতাসে আপেক্ষিক আদ্রতা বেশি থাকায় দিনভর ছিল প্রচন্ড অস্বস্তির আবহাওয়া । বিকেলের জেলার একাংশ জুড়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয় । তবে মঙ্গলকোটে বৃষ্টিপাত হলেও পার্শ্ববর্তী ভাতার এলাকায় বৃষ্টির দেখা মেলেনি ।।