মহাশয় ও মহাশয়া মন দিয়ে শোনো,
বলছি এক খান কতা—
স্বাধীন দেশের নাগরিক হয়ে কোথায় স্বাধীনতা?
এখনো মজবুত করছো কি মাটি ?
কোথায় নারীর সুরক্ষা?
তুমিই শুধু ঠিক বাকিরা সবাই ভুল ?
এ’যে ভীষণ ব্যাথা ।
এমন পাগল ধারণা নিয়ে —
ব্যাজার মুখ ছিঁড়ে বস্তায় ভরে
রেখো না ইচ্ছাহীন ফুল।
অব্যাক্ত প্রশ্ন গুলো হামাগুড়ি দিয়ে
আসবেই তোমার কাছে ,
ধর্ম ,কর্ম ,বাসস্থান ,শিক্ষা ,খাদ্য তালিকায়
বলো তো কি কি আছে ?
পারো যদি দিতে এই প্রশ্নের জবাব
দাও বদ্ধ দরজা খুলে __
দরজার ওপাশে আজও দাঁড়িয়ে
আছে বহু অপেক্ষারা শূলে ।
ঘরের ভিতর আঙ্গুল তুলে মিথ্যা আস্ফালনে
লাভ কি হলো তো বলো ?
তার চেয়ে এসো মুখোমুখি দাঁড়িয়ে
সহজ প্রশ্নটা করি চলো।
তোমার সাহসে ভর করে সব
সাহসী যোদ্ধারা সহ এগিয়ে আসবেন স্বদেশী
মনের আকাশে তীব্র বেদনা
খোলা দরজায় দাঁড়াবে কম বেশি ।
তুমি আমি আমি তুমি একজোট হয়ে
ভাঙো ভুলের ডাস্টবিন
দেশমাতৃ মুখে হাসির রেখা দেখে
তবেই নিশ্চিন্ত হয়ে বলবো স্বাধীন
আমরা স্বাধীন।।