এইদিন ওয়েবডেস্ক,জম্মু-কাশ্মীর,০৯ জুন : আজ রবিবার জম্মু-কাশ্মীরের শিব খোরি থেকে কাটরাগামী যাত্রীবাহী বাসে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে । হামলায় অন্তত ১০ জন পূণ্যার্থীর মৃত্যু হয়েছে । আহত হয়েছেন আরও ৩৩ জন যাত্রী । এসএসপি রিয়াসি মোহিতা শর্মা বলেছেন,’ ‘বাসটিতে ৪০ থেকে ৫০ জন পূণার্থী ছিলেন । শিব খোদি থেকে কাটরার মুখে ফেরার সন্ত্রাসীরা বাসটি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় । বাসচালক গুলিবিদ্ধ হলে তিনি বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বাস খাদে পড়ে যায় । এই ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে এবং ৩৩ জন আহত হয়েছেন । আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে । বর্তমানে উদ্ধার অভিযান শেষ হয়েছে ।’
জানা গেছে,শিবখোদিতে মহাদেবের দর্শন করে বাসটি কাটরার দিকে ফিরছিল। পাউনি এবং রানসুর মধ্যে চান্দি মোডে অবস্থিত দরগার কাছে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে । এসএসপি আরও জানিয়েছেন, শিব খোরিতে ধর্মীয় উৎসবের জন্য এমনিতেই নিরাপত্তা বাহিনীকে হাই এলার্টে রাখা হয়েছিল । এলাকায় নিয়মিত নজরদারিও চালাচ্ছিল নিরাপত্তা বাহিনী । তার মাঝেও এই প্রকার দুঃখজনক ঘটনা ঘটে গেল । তিনি জানান, পূণ্যার্থীর উত্তরপ্রদেশের বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে ।।