এইদিন স্পোর্টস নিউজ,০৯ জুন : আইসিসি টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ডকে ৩৬ রানে হারাল অস্ট্রেলিয়া। অন্যদিকে দক্ষিণ আফ্রিকাকে চমকে দিয়ে হেরেছে নেদারল্যান্ডস । স্কটল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার পর অস্ট্রেলিয়ার বিপক্ষে পরাজয়ের মুখ দেখতে হল ইংল্যান্ডকে । বার্বাডোজের কেনসিংটন ওভারে তোলা ২০২ রান বর্তমান চ্যাম্পিয়নদের পক্ষে কঠিন ছিল না । সেটা জেনে প্যাট কামিন্স ও অ্যাডাম জাম্পা সুচারু বোলিং করে ইংল্যান্ডকে আটকে দেয় ১৬৫ রানে। এনিয়ে চলমান টি-২০ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় পেল মিচেল মার্শ ও তার দল ।
ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার টস জিতে ফিল্ডিং নেন। অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের কেউই ৫০ করতে পারেনি। তবে টপ অর্ডার সফল। ডেভিড ওয়ার্নার ও ট্রাভিস হেডের ওপেনিং জুটি ছিল ৭০ রানের। ওয়ার্নার ১৬ বলে ৩৯ রান করে বোল্ড হন মঈন আলীর বলে। ১৮ বলে ৩৪ রান করে আউট ট্রাভিস হেড। এরপর মিচেল মার্শ ৩৫, গ্লেন ম্যাক্সওয়েল ২৮ ও মার্কাস স্টয়নিস ৩০ রান করেন। ইংল্যান্ডের মিডিয়াম পেসার ক্রিস জর্ডান ৪৪ রানে দুটি উইকেট নিয়েছেন।
ইংল্যান্ডের শুরুটাও ভাল ছিল। ৭.১ ওভারে ৭৩ রানে প্রথম উইকেট হারায় তারা। ফিল সল্ট ২৩ বলে ৩৭ করে সাজঘরে যান। জস বাটলার ২৮ বলে ৪২ রান করে জাম্পার বলে আউট হন। তিনি ফিরলে ইংল্যান্ড পিছিয়ে পড়তে থাকে (৯২/২)। জাম্পা ও প্যাট কামিন্স নিয়ন্ত্রিত বোলিং করেন। মঈন আলী হালকা আশা তৈরী করেন। কামিন্সের শিকার হন তিনি ।মঈন আলী করেন ১৫ বলে ২৫ রান । জাম্পা ২৮ রানে দুই উইকেট নিয়ে ম্যাচসেরা হন। ডান হাতি পেসার কামিন্স অবশ্য ২৩ রান দিয়েছেন। জাম্পা ইংল্যান্ডের সল্ট ও বাটলারকে ফিরিয়ে দলের জয় নিশ্চিত করেন । এই দুজন আউট হওয়ার আগে ইংল্যান্ড লড়াইয়ে ছিল। কিন্তু তারা আউট হয়ে যাওয়ার পর ইংল্যান্ডের সব আশা শেষ হয়ে যায় ।
অন্যদিকে দক্ষিণ আফ্রিকাকে চমকে দিয়ে হেরেছে নেদারল্যান্ডস । দক্ষিণ আফ্রিকা টস জিতে ফিল্ডিং নেয়। নেদারল্যান্ডস নিয়মিত বিরতি দিয়ে উইকেট হারিয়েছে। সাইব্রান্ড এঙ্গেলব্রেখট ৪৫ বলে ৪০ রান করে স্কোর বড় করার চেষ্টা করেন। শেষে লোগান ফন বিক ২২ বলে ২৩ রান করলে দলীয় শতরান পার হয়। ওটনিল বার্টম্যান ১১ রানে ৪ উইকেট নেন।
১০৪ রানের লক্ষ্যে ব্যাট করনে নেমে ১২ রানে চার উইকেট হারিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা। রেজা হেনড্রিকস (৩), কুইন্টন ডি কক (০), এইডেন মার্করাম (০), হেনরিখ ক্লাসেন (৪) সাজঘরে ফেরেন। ডেভিড মিলার ও ট্রিস্টান স্টাবস পঞ্চম উইকেটে ৭২ বলে ৬৫ রানের জুটি গড়েন। স্টাবস ৩৩ রানে আউট হন ।ডেভিড মিলার ৫১ বলে ৫৯ রান করে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। অবশ্য ট্রিস্টান স্টাবসও ভূমিকা রেখেছেন। দক্ষিণ আফ্রিকা ১৮.৫ ওভারে চার উইকেটে ম্যাচটি জিতেছে । ম্যাচসেরা হন ডেভিড মিলার। ভিভিয়ান কিংমা ও লোগান ফন বিক দুটি করে উইকেট নেন।এই জয়ের মধ্য দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা দুটি ম্যাচে জয়ের দেখা পেল দক্ষিণ আফ্রিকা। অপরদিকে নেদারল্যান্ডস দুই ম্যাচের একটিতে জয় পেয়েছে, আরেকটিতে হেরেছে।
নিউইয়র্কের যে মাঠে দক্ষিণ আফ্রিকা-নেদারল্যান্ডস ম্যাচ হয়েছে আজ রবিবার সেখানে মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান । ওই পিচ নিয়ে আগেই সমালোচনা শুরু হয়েছে ।।