এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৮ জুন : কলকাতার একটা একটা চাঞ্চল্যকর ভিডিও ভাইরাল হয়েছে । ভিডিওতে প্রচুর সংখ্যক হলুদ-সবুজ অটো এবং বাইকবাহিনীকে একটা আবাসনের ভিতরে ঢুকে পড়তে দেখা গেছে । অটোগুলিতে লাগানো ছিল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা । বলা হচ্ছে যে ঘটনাটি শুক্রবার কলকাতার উল্টোডাঙার সান-সিটি কমপ্লেক্সের। ওই আবাসনের লোকজন বিজেপিকে ভোট দেওয়ার অপরাধে তৃণমূলে দুর্বৃত্তবাহিনী সেখানে বাহুবল প্রদর্শন করতে গিয়েছিল বলে দাবি করা হচ্ছে । যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি এইদিন।
অমিতাভ চৌধুরী নামে এক ব্যবহারকারী ভিডিওটি নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করে লিখেছেন,’ভয়ঙ্কর খবর আসছে কলকাতা থেকে। কলকাতার সান-সিটি কমপ্লেক্সে,১০০০ টিএমসি গুন্ডা লোকসভা নির্বাচনে বিজেপিকে ভোট দেওয়ার জন্য আবাসনে প্রবেশ করেছে এবং আক্রমণ করেছে। হ্যালো, এইচএমও ইন্ডিয়া, কেন্দ্রীয় বাহিনী অবিলম্বে প্রয়োজন, হাজার হাজার পুরুষ,মহিলা,শিশু,বৃদ্ধ ঝুঁকিতে রয়েছে। এই যদি রাজ্যের রাজধানীতে ক্ষমতাসীন রাজ্য সরকার কর্তৃক প্রকাশিত সন্ত্রাস হয়, তাহলে গ্রামবাংলার ভয়াবহ দৃশ্য কল্পনা করুন ।’
বিজেপি নেতা অমিত ঠাকুর লিখেছেন,’লোকসভা নির্বাচনে বিজেপিকে ভোট দেওয়ার জন্য কলকাতার সান-সিটি কমপ্লেক্সে ১০০০ টিএমসি গুন্ডা হামলা চালিয়েছে । রাজ্যের রাজধানীতেই যদি ক্ষমতাসীন রাজ্য সরকার কর্তৃক সন্ত্রাস ছড়িয়ে দেওয়া হয়, তাহলে গ্রামবাংলার ভয়াবহ দৃশ্য কল্পনা করুন । পশ্চিমবঙ্গে কি বিজেপিকে ভোট দেওয়া অপরাধ ?’ যদিও বিষয়টি নিয়ে রাজ্যের শাসকদলের তরফে কোনো বিবৃতি পাওয়া যায়নি ।।