এইদিন স্পোর্টস নিউজ,০৭ জুন : টি-২০ বিশ্বকাপের শুরুতেই হোঁচট খেয়েছে পাকিস্তান । স্বাগতিক দল মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে পরাজিত হয়েছে তারা । পাকিস্তান প্রথমে ব্যাটিং করে ১৬০ রানের লক্ষ্য দেয়। শেষ বল পর্যন্ত খেলে সমান সংগ্রহ পায় মার্কিন যুক্তরাষ্ট্র (১৫৯/৩)। মোহাম্মদ আমিরের করা সুপার ওভারে মার্কিন যুক্তরাষ্ট্র ১ ওভারে ১৮ রান সংগ্রহ করে। জবাবে পাকিস্তান ১৩ রান তুলতে সক্ষম হয়, ফলে ৫ রানে ম্যাচ হেরে যায় ।
যুক্তরাষ্ট্র ব্যাট করতে নেমে শুরুতে বেশ সতর্কতার সঙ্গে খেলে। দলের হয়ে সর্বোচ্চ ৫০ রান করেন অধিনায়ক মোনাক প্যাটেল। তিনি মোহাম্মদ আমিরের বলে আউট হন। যুক্তরাষ্ট্রের শেষ ১২ বলে প্রয়োজন ছিল ২১ রান। ১৯তম ওভারে আমির দারুণ বল করেন, মাত্র ৬ রান দেন। শেষ ওভারে সমীকরণ দাড়ায় ১৫ রানের।
হারিস রউফ শেষ ওভার করতে আসেন। কিন্তু তাকে চতুর্থ বলে ছক্কা হজম করতে হয় । যুক্তরাষ্ট্রের শেষ দুই বলে ৬ রান দরকার হয়। শেষ বলে ৫ রান দরকার হলে নিতিশ কুমার চার মেরে স্কোর সমান করেন।পাকিস্তানের শাহীন আফ্রিদি উইকেট শূন্য থাকেন। আমির, নাসিম শাহ, হারিস রউফ – প্রত্যেকেই একটি করে উইকেট নেন। এর আগে পাকিস্তানের ব্যাটিংয়ের শুরুটা ভালো হয়নি। দলীয় ২৬ রানে সাজঘরে ফেরেন মোহাম্মদ রিজওয়ান, উসমান খান এবং ফখর জামান। অধিনায়ক বাবর আজম ও শাদাব খান দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেন। তাদের ৭২ রানের জুটি পাকিস্তানকে লড়াইয়ে আনতে সহায়তা করে। ২৫ বলে ৪০ রান করে আউট হন শাদাব। আজম খান খাতা খুলতে পারেননি। বাবর আজম ৪৩ বলে ৪৪ রান করেন। ইফতিখার আহমেদ ১৮ রান করেন। শেষ দিকে শাহীন আফ্রিদি ১৬ বলে ২৩ রান করে দলকে ১৫৯ রানে নিয়ে যান ।।