এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),০৭ জুন : লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাংবাদিক সম্মেলনে দাবি করেছিলেন যে মুসলিম ভোট এককাট্টা হয়ে তৃণমূলকে ভোট দিয়েছে । আর হিন্দু ভোট ভাগাভাগি হয়ে যাওয়ায় বিজেপিকে খারাপ ফলাফলের মুখোমুখি হতে হয়েছে । তার এই দাবি যে অমূলক নয় তা বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের ভাতার বিধানসভার বুথ ভিত্তিক ফলাফলই তার প্রমান । নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী,ভাতারের মুসলিম অধ্যুষিত বুথগুলিতে একচেটিয়া ভোট পেয়েছেন তৃণমূল প্রার্থী । অন্যদিকে হিন্দু অধ্যুষিত বহু বুথে এগিয়ে থাকতে দেখা গেছে বিজেপি প্রার্থীকে ।
ভাতার বিধানসভায় তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ পেয়েছেন ১,০৯,৫০১ ভোট । যেখানে বিজেপি প্রার্থী দিলিপ ঘোষের পক্ষে ৭৭,০৮১ ভোট পড়েছে । সিপিএম প্রার্থী সুকৃতি ঘোষালকে ভোট দিয়েছে ২১,০৫১ জন ভোটার । তৃণমূল প্রার্থী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থীর থেকে ৩২,৪২০ ভোটে এগিয়ে আছেন । এই বিধানসভা এলাকায় মোট ভোট পড়েছে ২,১৪,১৮৯ টি এবং মোট বৈধ ভোট ২,১১,১৯৬ টি ।
কিছু বুথ ভিত্তিক ফলাফলের দিকে নজর দিলে দেখা যায় মুসলিম অধ্যুষিত বুথগুলিতে তৃণমূল প্রার্থীর থেকে কয়েক’শ ভোটে পিছিয়ে বিজেপি প্রার্থী । আবার হিন্দু অধ্যুষিত গ্রামগুলির বহু গ্রামে এগিয়ে বিজেপি । তার মধ্যে কয়েকটি গ্রামের পরিসংখ্যান তুলে ধরা হল :-
মুসলিম অধ্যুষিত ভুমশোর ও বামশোর গ্রামের ভুমশোর এফ পি স্কুলের (বামশোর) ১০৪ নম্বর বুথে তৃণমূল পেয়েছে ৯৩১ ভোট । অন্যদিকে বিজেপি ও সিপিএমের পক্ষে যথাক্রমে ৩০ ও ৮১ ভোট পড়েছে । বামশোর বয়েজ এফ পি স্কুল(বামশোর) ১০১ নম্বর বুথে টিএমসি ৫৯৯, বিজেপি ৫৩ এবং সিপিএম ২৯৯ ভোট পেয়েছে । ১০২ বুথে ভোট পড়েছে টিএমসি ৭৫২, বিজেপি ৪ এবং সিপিএম ১৭ । ১০৩ ভুমশোর এসএসকে (বামশোর) বুথে টিএমসি ৫১৬, বিজেপি ৯ এবং সিপিএম ২২ । বামশোর উচ্চ বিদ্যালয়ের ১০৫ নম্বর বুথে টিএমসি ৩০৪, বিজেপি ২৭৬ এবং সিপিএম ১৫৪ । বামশোর গার্লস এফ পি স্কুলের ১০৭ বুথে ভোটের ফলাফল টিএমসি ৩৯৭, বিজেপি ৮ এবং সিপিএম ১৫২ ।
এছাড়া মুসলিম অধ্যুষিত বালসিডাঙ্গা,রাধানগর, ডাঙ্গাপাড়া,পাটনা প্রভৃতি গ্রামগুলিতেও একই প্রবণতা লক্ষ্য করা গেছে । বালসিডাঙ্গা প্রাথমিক স্কুলের ১২২ নম্বর বুথের ভোটের ফলাফল হল টিএমসি : ৬৪৭ বিজেপি ৩৬ এবং সিপিএম ৩৪ । রাধানগর প্রাথমিক স্কুলের ২১১ নম্বর বুথে টিএমসি ৫৮৯,বিজেপি ৭ এবং সিপিএম ২১৷ ডাঙ্গাপাড়া প্রাথমিক স্কুলের ৫১ নম্বর বুথের ফলাফল টিএমসি ৭৩০, বিজেপি ৭ এবং সিপিএম ৯৭ । পাটনা প্রাথমিক স্কুলের ৫৬ নম্বর বুথে টিএমসি ৬৬১,বিজেপি ৪৯ এবং সিপিএম ১৯৮ ভোট পেয়েছে৷ একই গ্রামের ৫৭ নম্বর বুথে টিএমসি ৩৮০, বিজেপি ৮ এবং সিপিএম ১০৩ । উল্লেখ্য,ওই সমস্ত গ্রামগুলিতে অল্প সংখ্যক হিন্দু সম্প্রদায়ভুক্ত পরিবারের বসবাস ।
অন্যদিকে হিন্দু অধ্যুষিত গ্রাম ভাতার,কুলচন্ডা, কুলনগর, পালাড় গ্রামগুলিতে বিজেপি প্রার্থীকে এগিয়ে থাকতে দেখা গেছে । ভাতার প্রাথমিক বিদ্যালয়ের ১০৯ নম্বর বুথের ফলাফল টিএমসি ৪৭৭ বিজেপি ৪৫২ এবং সিপিএম ৬৮ । এই বুথের ভোটার হল মুসলিম অধ্যুষিত আলিনগর এলাকা । একই স্কুলের ১১০ নম্বর বুথে টিএমসি ১৬৮, বিজেপি ৭৩০ এবং সিপিএম ১৪১ টি ভোট পেয়েছে ।
ভাতার বাজার ও কুলচন্ডার একাংশের ভোটদান কেন্দ্র ভাতার এমপি হাইস্কুলের ১১১ নম্বর বুথের ভোটের ফলাফল হল টিএমসি ১৯২, বিজেপি ৪৮১ এবং সিপিএম ৪৮ । কুলচন্ডা প্রাথমিক বিদ্যালয়ের ১১২ নম্বর বুথে টিএমসি ১৯০, বিজেপি ৩২৫ এবং সিপিএম ৮৬ টি ভোট পেয়েছে । ভাতার বাজারের ভাতার গার্লস হাইস্কুলের ১১৪ নম্বর বুথের ফলাফল টিএমসি ২৯৯, বিজেপি ৩৯৮ এবং সিপিএম ৪০ । কুলনগর এফপি স্কুলের ১১৫ নম্বর বুথে টিএমসি ১৭৮ বিজেপি ৩৯৮ এবং সিপিএম ৬৮ । পালাড় প্রাথমিক বিদ্যালয়ের বুথ ১১৭ তে টিএমসির পক্ষে ২৪২, বিজেপির ৫৭১ এবং সিপিএমের পক্ষে ৬২ ভোট পড়েছে ।।