এইদিন ওয়েবডেস্ক,কেতুগ্রাম(পূর্ব বর্ধমান),০৬ জুন : পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামে সিপিএমের এক কর্মীর শৌচাগার বোমা বিস্ফোরণে উড়ে গেছে । আজ বৃহস্পতিবার সকালে কেতুগ্রাম থানার হাটমুড়গ্রামে এই ঘটনা ঘটেছে । স্থানীয় বাসিন্দাদের দাবি যে শ্যামল ঘোষ নামে ওই সিপিএম কর্মী শৌচাগারের মধ্যে বোমা মজুত করে রেখেছিল এবং বোমাতে কোনো ভাবে বিস্ফোরণ ঘটেছে । স্থানীয় সিপিএমের নেতৃত্ব ওই ব্যক্তির সঙ্গে তাদের দলের কোনো যোগ থাকার অভিযোগ অস্বীকার করেছেন । কেতুগ্রামে সিপিএমের এরিয়া কমিটির সদস্য মিজানুল কবিরের দাবি,’শ্যামল ঘোষ নামে ওই ব্যক্তি আমাদের দলের কেউ নয় ।’ তবে স্থানীয় বাসিন্দাদের একাংশ ও তৃণমূল নেতৃত্ব জানিয়েছেন, শ্যামল সিপিএমের সক্রিয় সদস্য । এদিকে ঘটনার পরেই বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন শ্যামল ঘোষ ও তার স্ত্রী । কাটোয়া মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) কাশীনাথ মিস্ত্রি বলেন, ‘ঘটনায় তদন্ত শুরু হয়েছে । বাড়ির মালিকের সন্ধান চালানো হচ্ছে ।’
কেতুগ্রামের হাটমুড়গ্রামের উত্তরপাড়ায় বাড়ি পেশায় ক্ষুদ্র চাষি শ্যামল ঘোষের। এক ছেলে কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন । বাড়িতে থাকেন শ্যামল ও তার স্ত্রী । জানা গেছে,এদিন সকালে শ্যামলের শৌচাগারে বিকট শব্দে বিস্ফোরণ । গোটা এলাকা কার্যত কেঁপে ওঠে । বিস্ফোরণ এতটাই তীব্র ছিল যে শৌচাগারের ছাদ ও দেওয়াল কার্যত ধূলিস্যাৎ হয়ে যায় । এদিকে স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হওয়ার আগেই বাড়ি ছেড়ে সস্ত্রীক পালিয়ে যান ওই ব্যক্তি । পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ।।