এইদিন ওয়েবডেস্ক,লখনউ,০৬ জুন : ২০২৪ লোকসভা ভোটের প্রচারের সময় উত্তরপ্রদেশে কংগ্রেস মহিলাদের মধ্যে একটা করে ‘গ্যারান্টি কার্ড’ বিতরণ করেছিল । সেই কার্ডে প্রতিশ্রুতি দেওয়া হয় লোকসভা কেন্দ্রে জিতলেই প্রতি বিপিএল মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাৎসরিক ১ লক্ষ টাকা করে দেওয়া হবে । কর্ণাটকের বেঙ্গালুরুতেও একই গ্যারান্টি কার্ড বিতরণ করা হয় । তবে সেখানে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল মাসিক ৮,০০০ টাকা করে পাবেন মহিলারা । এদিকে সংশ্লিষ্ট আসনগুলিতে কংগ্রেস জিতেছে । ফলে এলাকার মহিলারা দাবি তুলছে গ্যারান্টি কার্ডের প্রতিশ্রুতি মত টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করা হোক ।
উত্তর প্রদেশের লখনউয়ে কংগ্রেসের সদর দপ্তরের সামনে প্রচুর মহিলা গ্যারান্টি কার্ডের টাকার দাবিতে ভিড় জমায় । যাদের সিংহভাগ ছিল মুসলিম মহিলা । বুধবার সকাল থেকে কংগ্রেস দপ্তরের সামনে মহিলারা চলে আসেন। অনেকের হাতে ছিল গ্যারান্টি কার্ড। সেই গ্যারান্টি কার্ডের নিচে থাকা অংশে নিজেদের নাম ঠিকানা লিখে কেউ কেউ কংগ্রেস অফিসে জমাও দিয়েছেন। তবে যাদের হাতে গ্যারান্টি কার্ড ছিল না তাঁরা গ্যারান্টি কার্ড চেয়ে রীতিমতো বাদানুবাদ জুড়ে দেন। মহিলাদের দাবি, এলাকায় গিয়ে প্রচারে গ্যারান্টি কার্ড বিলি করলেও এখন তা মিলছে না।
অন্যদিকে কংগ্রেসের প্রতিশ্রুতি মত মাসিক ৮,০০০ টাকা পাবার আশায় কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুর পোস্ট অফিসে অ্যাকাউন্ট খোলার হিড়িক পড়ে গেছে । তবে তারা আদপেই প্রতিশ্রুতির টাকা পাবে কিনা তা স্পষ্ট নয় । কারন কর্ণাটকে কংগ্রেস ক্ষমতায় থাকলেও ইউপি এখন বিজেপির দখলে । আর ভোটে জেতার পর সংশ্লিষ্ট আসনের কংগ্রেস সাংসদরা এই বিষয়ে এখনো মুখ খোলেননি ।।