এইদিন ওয়েবডেস্ক,০৬ জুন : ইসরায়েলের বিমান হামলায় মৃত্যু হল গাজার স্কুলে লুকিয়ে থাকা ২৭ জন হামাস সন্ত্রাসীর । রয়টার্স জানিয়েছে, গাজার নুসিরাত এলাকায় আজ বৃহস্পতিবার ভোরে এই হামলার ঘটনা ঘটে এবং ইসরায়েল দাবি করেছে যে গাজার নুসিরাতের জাতিসংঘের ওই স্কুলটি হামাস সন্ত্রাসীরা জমায়েত হয়েছিল । গাজার গণমাধ্যম অবশ্য দাবি করেছে, ফিলিস্তিনি শরণার্থীদের সমাবেশকে লক্ষ্য করে ইসরায়েলের যুদ্ধবিমান হামলা চালিয়েছে ।
সন্ত্রাসী হামাসের রাষ্ট্রীয় মিডিয়া অফিসের পরিচালক ইসমাইল আল-থাওয়াবতাও ইসরায়েলের দাবি অস্বীকার করেছে । তিনি রয়টার্সকে বলেছেন,’কয়েক ডজন বাস্তুচ্যুত মানুষের বিরুদ্ধে যে নৃশংস অপরাধ সংঘটিত করেছে তা ন্যায্যতা দেওয়ার জন্য বানানো গল্প ফেঁদেছে ইসরায়েল ।’ তবে, ইসরায়েল উল্লেখ করেছে যে তারা হামলা শুরু করার আগে বেসামরিক নাগরিকদের ক্ষতির ঝুঁকি কমাতে পদক্ষেপ নিয়েছে।
এই আক্রমণটি ঘটে যখন বাইডেন ঘোষিত তিন-পর্যায়ের যুদ্ধবিরতি পরিকল্পনাটি উভয়পক্ষ মেনে নিতে অস্বীকার করেছে । ইসরায়েল জোর দিয়ে বলেছে যে তারা হামাসকে ধ্বংস না করা পর্যন্ত যুদ্ধ বন্ধ করবে না, অন্যদিকে হামাসও বলছে যে গাজা থেকে ইসরায়েলি সেনাবাহিনী সম্পূর্ণ প্রত্যাহার না করা পর্যন্ত তারা আলোচনায় রাজি হবে না।
গাজায় যুদ্ধ বন্ধের জন্য ইসরায়েলের তিন-পর্যায়ের প্রস্তাবের মধ্যে রয়েছে ছয় সপ্তাহের যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময়, গাজা থেকে ইসরায়েলি সেনাবাহিনী প্রত্যাহার এবং এই শহরটির পুনর্গঠন, যার জন্য কয়েক দশক সময় লাগতে পারে ।।