এইদিন স্পোর্টস নিউজ,০৩ জুন : টি-২০ বিশ্বকাপের তৃতীয় ম্যাচে আজ সোমবার মুখোমুখি হয়েছিল নামিবিয়া ও ওমান । বার্বাডোজের কেনসিংটন ওভালে অনুষ্ঠিত সুপার ওভারে গড়ানো এই ম্যাচ লেগ বিফোরের (এলবিডব্লিউ) বিশ্ব রেকর্ড গড়েছে । টস হেরে আগে ব্যাট করতে নেমে ১০৯ রানে অলআউট হয় ওমান। নিজেদের ইনিংসে এশিয়ান দলটির ছয় ব্যাটসম্যানই লেগ বিফোরের ফাঁদে পড়ে প্যাভিলিয়নের ফেরত যায় । এটা ছেলেদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ লেগ বিফোর উইকেটের রেকর্ড। আগের রেকর্ডটি ছিল যৌথভাবে নেদারল্যান্ডস ও স্কটল্যান্ডের দখলে। এক ইনিংসে এই দুদলের সমান পাঁচজন করে ব্যাটসম্যান এলবিডব্লিউ হয়েছেন। এর মধ্যে ডাচদের সঙ্গে এমন ঘটনা ঘটেছে দুবার। ২০২১ সালে শ্রীলঙ্কার বিপক্ষে শারজাতে ইউরোপের দলটির সঙ্গে প্রথমবার এমন ঘটনা ঘটে।
২০২২ সালে জিম্বাবুয়ে সফরে দ্বিতীয়বারের মতো লেগ বিফোরে আউট হন নেদারল্যান্ডসের পাঁচজন ব্যাটসম্যান। অন্যদিকে স্কটল্যান্ডের সঙ্গে ঘটনাটি ঘটে ২০২১ সালে। সেবার শারজাতে আফগানিস্তানের বিপক্ষে এলবিডব্লিউ হন স্কটিশদের পাঁচ ব্যাটসম্যান।
ম্যাচে সর্বোচ্চ লেগ বিফোরের রেকর্ডটি নেদারল্যান্ডস ও জিম্বাবুয়ের দখলে। ২০২২ সালে এই দুদলের ম্যাচে মোট আটজন ব্যাটসম্যান লেগ বিফোরের ফাঁদে পড়ে আউট হয়েছিলেন। এই তালিকার দুই নম্বরে থাকছে ওমান ও নামিবিয়ার মধ্যকার ম্যাচটি।
রান তাড়া করতে নেমে নামিবিয়ার একজন ব্যাটসম্যান এলবিডব্লিউ হয়েছেন। সব মিলিয়ে ম্যাচটিতে সাতজন ব্যাটসম্যান এলবিডব্লিউর শিকার হয়েছেন। এদিন দুর্দান্ত বোলিংয়ে ওমানের চার উইকেট নিয়েছেন রুবেন ট্রাম্পেলম্যান। এর মধ্যে তিনজনকেই এলবিডব্লিউর ফাঁদে ফেলেছেন তিনি । ম্যাচটিতে ১১ রানের জয় তুলে নিয়েছে আফ্রিকান দেশটি ।।