এইদিন ওয়েবডেস্ক,পুলওয়ামা,০৩ জুন : অবশেষে লস্কর-ই-তৈবা (Lashkar-i-Toiba) কমান্ডার তথা কুখ্যাত সন্ত্রাসবাদী রিয়াজ আহমেদ দার (Riyaz Ahmad Dar )কে খতম করল নিরাপত্তা বাহিনী । খতম হয়েছে তার এক সহযোগী রইস আহমেদ (Rayees Ahmad) । সোমবার দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা(Pulwama) জেলার নিহামা (Nihama)এলাকায় ওই দুই সন্ত্রাসবাদীকে খতম করা হয়েছে । এক শীর্ষ পুলিশ আধিকারিক জানিয়েছেন, রিয়াজ আহমেদ দারের বাড়ি সেথার গুন্ড কাকাপোরা (Sethar Gund Kakapora ) এলাকায় । তার সহযোগী লারভে কাকাপোরার (Lerve Kakapora) বাসিন্দা ।
তিনি বলেছেন, রিয়াজ আহমেদ দার সবচেয়ে বয়স্ক জীবিত সন্ত্রাসীদের মধ্যে একজন । গত ৮ বছর ধরে সে সক্রিয় ছিল । পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর জন্য এটি একটি বড় সাফল্য কারণ রিয়াজ অনেক নাশকতার মামলায় ওয়ান্টেড ছিল । এর আগে পুলিশ ও সেনাবাহিনীর একটি যৌথ দল নিহামায় কর্ডন ও তল্লাশি অভিযান শুরু করে। তল্লাশি চলাকালীন লুকিয়ে থাকা জঙ্গিদের সাথে যোগাযোগ স্থাপন করা হয় । কিন্তু তারা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরি করলে বন্দুকযুদ্ধ শুরু হয় । সেই সময় সন্ত্রাসীরা যে বাড়িতে আশ্রয় নিয়েছিল, সেই বাড়িতে আগুন ধরে যায় । সেই সুযোগে দুই সন্ত্রাসীকে নিকেশ করে নিরাপত্তা বাহিনী ।।