এইদিন ওয়েবডেস্ক,অরুণাচল প্রদেশ,০২ জুন : অরুণাচল প্রদেশে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয় বারের জন্য সরকার গড়তে চলেছে বিজেপি । বিজেপি ৬০ টির মধ্যে ৪৬ টি আসনে জয়লাভ করেছে, ম্যাজিক ফিগার ৩১ এর থেকে অনেকটাই বেশি । বিজেপির ‘ সাংমার দল এনপিপি ৫ টি আসন পেয়ে দ্বিতীয় স্থানে । খাতাই খুলতে পারেনি কংগ্রেস ।
গত ১৯ এপ্রিল অরুণাচল প্রদেশে লোকসভা নির্বাচনের সঙ্গেই ৬০টি বিধানসভা আসনে ভোট হয়েছিল। একই দিনে সিকিমেও বিধানসভার ৩২টি আসনে ভোট হয় । আজ সকাল থেকেই দুই রাজ্যের বিধানসভা ভোটের গণনা শুরু হয় । শুরু থেকেই একের পর এক আসনে এগিয়ে যেতে থাকে বিজেপি । ইতিমধ্যে গেরুয়া শিবির ৪৬ টি আসনে জিতে গিয়েছে ।
পেমা খান্ডুই মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন বলে মনে করা হচ্ছে(Pema Khandu) ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যবাসীকে কৃতজ্ঞতা প্রকাশ করে টুইট করেছেন,’ধন্যবাদ অরুণাচল প্রদেশ! এই বিস্ময়কর রাজ্যের মানুষ উন্নয়নের রাজনীতিকে দ্ব্যর্থহীন সমর্থন দিয়েছে। অরুণাচলের জন্য আবারও বিজেপিতে তাদের বিশ্বাস রাখার জন্য তাদের প্রতি আমার কৃতজ্ঞতা। আমাদের পার্টি রাজ্যের উন্নতির জন্য আরও বেশি জোরে কাজ করে যাবে।’ পাশাপাশি
অরুনাচল প্রদেশের কার্যকর্তাদের প্রশংসা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন,’আমি নির্বাচনী প্রচারের মাধ্যমে অরুণাচলের বিজেপির কার্যকর্তাদের ব্যতিক্রমী কঠোর পরিশ্রমের প্রশংসা করতে চাই। তারা যেভাবে রাজ্য জুড়ে গিয়ে জনগণের সাথে যুক্ত হয়েছে তা প্রশংসনীয়।’ পেমা খান্ডুই জয় উদযাপনের কিছু ছবি পোস্ট করে এবং দলের নেতাকর্মীদের কৃতজ্ঞতা প্রকাশ করে টুইট করেছেন,’আমরা একসাথে একটি উন্নত অরুণাচল প্রদেশ গড়ে তুলব।’।