এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,৩১ মে : অভিনেতা তথা সাংসদ সানি দেওলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুললেন সানডান এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেডের চলচ্চিত্র প্রযোজক সোরভ গুপ্তা । হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী,তার অভিযোগ যে সানি দেওল একটি চলচ্চিত্রের জন্য অগ্রিম অর্থ নিয়েছিলেন কিন্তু তিনি বারবার প্রতিশ্রুতি সত্ত্বেও শুটিং এর জন্য সময় না দেওয়ায় ছবিটি বাস্তবায়িত হয়নি। চলতি সপ্তাহের শুরুতে একটি সম্মেলনে তিনি অভিযোগ করেছেন যে সানি দেওল ২০১৬ সালে একটি ফিল্ম প্রোজেক্টের জন্য এক কোটি টাকা অগ্রিম নিয়েছিলেন । ছবিতে তার মোট পারিশ্রমিক ঠিক হয় ৪ কোটি টাকা । কিন্তু বারবার প্রতিশ্রুতি সত্ত্বেও সানি দেওল সময় না দেওয়ায় প্রকল্পটি শুরু করা সম্ভব হয়নি । তিনি অভিযোগ করেছেন যে পরিবর্তে পোস্টার বয়েজ (২০১৭) নামে অন্য একটি ছবিতে শুটিং শুরু করে দেন । এদিকে কয়েক ধাপ মিলে তিনি সানি দেওলকে মোট ২.৫৫ কোটি টাকা দিয়েছেন বলে দাবি করেছেন সোরভ গুপ্তা।
এছাড়াও আরও একটা গুরুতর অভিযোগ তুলেছেন সোরভ গুপ্তা। তার অভিযোগ,সানি দেওল তার কোম্পানির সাথে ২০২৩ সালে একটি চুক্তি জাল করেছিলেন । আমি যখন চুক্তিপত্র পড়ি তখন দেখি যে চুক্তিপত্রের আসল পাতাটাই বদলে ফেলেছে মধ্যস্বত্ব ভোগী ব্যক্তি । যেখানে পারিশ্রমিক ৪ কোটি টাকা থেকে বাড়িয়ে ৮ কোটি টাকা করে দেওয়া হয়েছে ।
তবে শুধু সোরভ গুপ্তাই নন,জানওয়ার (১৯৯৯) এবং আন্দাজ (২০০৩) প্রভৃতি ছবির চলচ্চিত্র নির্মাতা সুনীল দর্শনও সানি দেওয়েল বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছেন । সুনীল দর্শনের অভিযোগ, ‘সানি দেওল আমার সিনেমা অজয় (১৯৯৬)-এর ফরেন ডিস্ট্রিবিউশনের স্বত্ব কিনেছিলেন এবং শুধুমাত্র একটি আংশিক অর্থ প্রদান করেছিলেন। ব্যালেন্স পেমেন্ট কখনই হয়নি । পরে, সানি আমাকে তার সাথে একটি প্রকল্পে কাজ করার জন্য অনুরোধ করে বলেছিলেন, ‘আমার প্রতি বিশ্বাস রাখুন, আমাকে সাহায্য করুন’ এবং আমাকে আবার তাকে অর্থ প্রদান করতে বাধ্য করেন৷’
সোরভ গুপ্তা জানান,তিনি সানি দেওলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিলেন । পুলিশ ৩০ এপ্রিল সানি দেওলকে একটি নোটিশ জারি করেছিল। তার অফিস একটি চিঠি পাঠিয়েছিল যেদিন৷ তাতে তিনি জানিয়েছিলেন যে বর্তমানে তিনি শহরের বাইরে রয়েছেন, ফিরে গিয়ে তিনি নিজে থানায় উপস্থিত হবেন । যদিও সানি দেওল এখনও এই অভিযোগ প্রসঙ্গে কোনো প্রতিক্রিয়া জানাননি।।