এইদিন ওয়েবডেস্ক,তেল আবিব,২৯ মে : গাজার সাধারণ মানুষকে মানব ঢাল হিসাবে ব্যবহার করে ইসরায়েলের উপর রকেট হামলা চালাচ্ছে ফিলিস্তিনি সন্ত্রাসী গোষ্ঠী হামাস । সন্ত্রাসীরা লুকিয়ে থাকছে সাধারণ মানুষের মধ্যেই । রাফায় নিরাপদ ঘোষিত অঞ্চলে শরণার্থী শিবিরে তাঁবুতে লুকিয়ে ছিল বেশ কিছু হামাস সন্ত্রাসী । বাধ্য হয়ে রবিবার ওই শরণার্থী শিবিরে বিমান হামলা চালায় ইসরায়েল । এতে সন্ত্রাসীদের পাশাপাশি বহু ফিলিস্তিনিরও মৃত্যু হয়েছে । ওই ঘটনার পর ইসরায়েলকে রাফায় অভিযান বন্ধের আহ্বান জানায় আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) । কিন্তু আইসিজে-এর সেই আবেদন উপেক্ষা করে গাজার রাফায় হামলা জোরদার করেছে ইসরায়েল। মঙ্গলবার প্রথমবারের মতো রাফার কেন্দ্রস্থলে পৌঁছে গেছে ইসরায়েলি ট্যাংক । এছাড়া রাফার পশ্চিমাঞ্চলেও ইসরায়েলি বাহিনী ব্যাপক বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছে হামাস পরিচালিত ফিলিস্তিনি কর্তৃপক্ষ ।
সন্ত্রাসী হামাস নিয়ন্ত্রিত ফিলিস্তিনি স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী,রবিবার রাফার তাল আস-সুলতান এলাকায় বিমান হামলায় ২৩ জন মহিলাসহ প্রায় ৪৫ জনের মৃত্যু হয়েছে । মৃতের তালিকায় বেশ কিছু শিশুও রয়েছে । আইসিজে এবং জাতিসংঘের পাশাপাশি কয়েকটা দেশ রাফায় অভিযান বন্ধের জন্য ইসরায়েলের কাছে আহ্বান জানায় ।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, ‘বহু বেসামরিক নাগরিক নিহতের এ ঘটনায় আমি ইসরায়েলি কর্মকাণ্ডের নিন্দা জানাচ্ছি। এসব মানুষ প্রাণঘাতী এ সংঘাত থেকে বাঁচতে শুধু সেখানে আশ্রয় নিয়েছিলেন। গাজায় কোনো নিরাপদ জায়গা নেই। এ ভয়াবহতা অবশ্যই বন্ধ করতে হবে।’
যদিও আন্তর্জাতিক মহলের একাংশের সেই আবেদনে সাড়া দেয়নি ইসরায়েল । বরঞ্চ সন্ত্রাসী গোষ্ঠী হামাসকে নির্মুল করতে রাফায় হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী । জানা গেছে,মধ্য রাফার আল-আওদা মসজিদের কাছে ইসরায়েলি ট্যাংকের উপস্থিতি দেখা গেছে।ইসরায়েলি ট্যাংকগুলো পশ্চিম রাফার আরও ভেতরে ঢুকে পড়েছে। কিছু ট্যাংক পশ্চিম রাফার জুরুব এলাকায় পাহাড়ি উঁচু জায়গায় অবস্থান নিয়েছে।সেখানে হামাসসহ ফিলিস্তিনি সন্ত্রাসী সংগঠনগুলোর সঙ্গে ইসরায়েলি বাহিনীর লড়াই চলছে । দাবি করা হচ্ছে যে রাফায় ইসরায়েলি বাহিনী দূরনিয়ন্ত্রিত সাঁজোয়া যান ব্যবহার করছে । কিছু সাঁজোয়া যানের ভেতরে বা আশপাশে তাৎক্ষণিক কোনো সেনার উপস্থিতি লক্ষ করা যায়নি। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি ইসরায়েলি সামরিক বাহিনী ।
এর আগে রাফাজুড়ে রাতভর বিমান হামলা ও ট্যাংক থেকে গোলাবর্ষণ করা হয় বলে বাসিন্দারা জানান। রাফার পশ্চিমাঞ্চলেও বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে তিন ফিলিস্তিনি নিহত হন। এ ছাড়া গতকাল সেখানে তাঁবুতে আশ্রয় নেওয়া লোকজনের ওপর আবারও হামলার খবর পাওয়া গেছে। এতে কমপক্ষে সাতজন নিহত হন।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, চলমান যুদ্ধে গাজার স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কমপক্ষে ৪৫০ বার হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে ৭২৩ স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন ৯২৪ জন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এসব তথ্য দিয়েছে। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় আরও ৪৬ জন নিহত হয়েছেন। এ নিয়ে গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় ৩৬ হাজার ৯৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে সন্ত্রাসী হামাস পরিচালিত ওই সংস্থাটি ।।