এইদিন ওয়েবডেস্ক,টরন্টো,২৬ মে : টরন্টোর মেয়েদের একটি স্কুলে সন্ত্রাসী হামলা হয়েছে । দুই মুখোশধারী পুরুষ নির্বিচারে গুলি চালিয়ে পালিয়ে যায় । শনিবার সকাল ৫ টা নাগাদ ঘটনাটি ঘটেছে উত্তর ইয়র্কের বাইশ ছায়া মুশকা গার্লস এলিমেন্টারি স্কুলে (Bais Chaya Mushka Elementary School) হামলা চালানো হয়। সন্ত্রাসীরা স্কুলের জানালা লক্ষ্য করে ৫ রাউন্ড গুলি চালিয়েছে বলে জানা গেছে । তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি । কিন্তু বারবার আমেরিকার ইহুদি প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলায় আতঙ্ক ছড়িয়েছে ইহুদিদের মধ্যে ।
সন্ত্রাসী হামলার পর টরন্টো পুলিশ সন্ত্রাসীদের সন্ধানে তল্লাশি অভিযান শুরু করেছে । সন্ত্রাসীরা একটা গাঢ় রঙের গাড়িতে চড়ে এসেছিল বলে সিসিটিভি ফুটেজে দেখা গেছে । সেই গাড়ির নম্বর ধরে সন্ত্রাসীদের চিহ্নিত করার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ । টরন্টোর মেয়র অলিভিয়া চাও টুইট করেছেন,’উত্তর ইয়র্কের একটি ইহুদি গার্লস স্কুল বাইশ ছায়া মুশকা প্রাথমিক বিদ্যালয়ে গুলি চালানোর কারণে আমি আতঙ্কিত। এটি একটি ঘৃণ্য ইহুদি বিদ্বেষী কাজ। ইহুদি শিশু এবং পরিবারকে তাদের নিরাপত্তার জন্য ভয় করা উচিত নয়। টরন্টো পুলিশ ধর্মীয় স্কুল এবং সিনাগগের আশেপাশে তাদের উপস্থিতি বাড়াচ্ছে। শিশুদের এবং পরিবারগুলিকে সুরক্ষিত রাখার পরিকল্পনার বিষয়ে আমি পুলিড প্রধানের সাথে যোগাযোগ করছি ৷’ তিনি পুলিশের সাথে যোগাযোগের জন্য টেলিফোন নম্বরও দিয়েছেন ।।