অমোঘ প্রেমের ভাসমান মেঘের বিরহ ঝরে পড়ছে,
দিনদুপুরে ভেঙেচুরে নেমেছে অঝোর ধারায় !!
নিয়মমাফিক ঠাসা নিত্য কাজের ফাঁকে হঠাৎ–
মাঝে মাঝে এমন ছন্নছাড়া অনিয়ম ভালো লাগে বৈকি !!
একলা ঘর আষ্টেপৃষ্ঠে ভিজিয়ে !! উপরি পাওনা —
মনপ্রাণ শান্ত ও ভাবনাকে পালকের মত পেলব করে দেয়।
ফোঁটা গুলো যদিও মাটির বুকে তীরের ফলার মতো বিঁধছে,
মাটির কষ্ট, যন্ত্রণা, ক্ষতবিক্ষত হওয়া–
বৃষ্টির মন নেই, বোঝে না।
মেঘের দলের কাছেও অজানা।
হয়তোবা হাওয়ার কাছে খবর আছে !!
শুধু ঐ মেঘাচ্ছন্ন আকাশটাই জানে ও বোঝে,
মাটির বুকে আঘাত দিয়ে তাইতো নিজ মনের ভার কমায়।
বদান্যতায় মাটির ও দহনজ্বালা জুড়ায় !!
ভাবনার ঘনঘটায় বুঝি এভাবেই চিরটাকাল
নারী গুমরে গুমরে মরেছে– !!
ঠিক যেমন প্রকৃতি পোড়ে নিঃশব্দে গ্রীষ্মের দাবদাহে !!
প্রকৃতি ও তো যে মা !! নারীর প্রতিরূপ–
জাগতিক নিয়মানুবর্তিতায় সূর্য পোড়ায়,
বৃষ্টি সখ্যতার আলিঙ্গনে সব ভিজিয়ে জ্বালা নিভিয়ে দেয়–
আবার কালের নিয়মেই অতিবৃষ্টিতে,
নোনাধরা গোপন উঠোনে একসময় শ্যাওলারা জন্মায়- !!
কোথাও কোনো অন্যথা নেই–
সেই অনন্তকাল থেকেই যাপিত প্রেম এগোচ্ছে একরকম ভাবেই এই একই ভাবধারায়।।