এইদিন ওয়েবডেস্ক,হ্যানয়(ভিয়েতনাম),২৪ মে : ভিয়েতনামের হ্যানয়ে একটি ভবনে রাতভর অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৪ জন জীবন্ত দগ্ধ হয়ে মারা গেছে এবং কমপক্ষে ৬ জন গুরুতর অগ্নিদগ্ধ হয়েছে । ভিয়েতনাম সরকারি নিউজ এজেন্সি জানিয়েছে, রাত সাড়ে ১২টার দিকে আগুনের সূত্রপাত হয় এবং এর সঙ্গে বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটে । আহতরা স্থিতিশীল এবং হ্যানয় ট্রান্সপোর্ট হাসপাতালে চিকিৎসাধীন।
দমকলবাহিনীর এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে । এবং রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে যে ভবনটি সেন্ট্রাল হ্যানয়ের একটি সরু গলিতে ছিল। সেখানে ২৪ জন বাসিন্দা ছিল । তার মধ্যে সাতজন মালিকের পরিবার এবং ১৭ জন জন ভাড়াটে বসবাস করছিল ।
রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে,ইলেকট্রিক বাইক বিক্রি ও মেরামতের জন্য গ্যারেজ হিসেবে ব্যবহৃত ভবনের সামনের একটি সংকীর্ণ জায়গা থেকে আগুনের সূত্রপাত হয় ।।