সত্যি যদি থাকতো আলাদীন
আসতো নিয়ে তার আশ্চর্য প্রদীপ;
তবে, প্রথম বরেই আমি
চেয়ে নিতাম তোমাকে
আর কিছু গান, কিছু কথা।
তোমার যত থাকতো কাজ
আলাদীনকে হুকুম দিতাম
সেইই করে দিতো;
জো আজ্ঞা মেরি আকা -বলে।
তুমি শুধু আমার সঙ্গী হতে
গান শোনাতে বাউল হয়ে
কিংবা অচেনা পথের পথিক হয়ে দুইজনে;
হারিয়ে যেতাম অজানা পথের বাঁকে।
ভয় তো কিছু থাক তো না আর
ইচ্ছেগুলো মেলতো পাখা
কখনো পাহাড়, কখনো বন, কখনো সমুদ্র
কাজ বলতে শুধুই ঘুরে বেড়াতাম !
কত কীই যে হতো দেখা
কত না মানুষ, কত তার ঢং
কত না জীবন, কত শত রং
দেখতাম এ পৃথিবী, কেমন সাজে সং!
কিন্তু সে সব হবে না দেখা কখনো
আসবে না কোন আলাদীন!
অচীন পুরের গল্পটাও থেকে যাবে অসমাপ্ত
থেকে যাবে শিরোনামহীন।।