ঠিক আমার মত করেই
তোমাকে কেউ কখনো বলেছে–
ভালোবাসি তোমাকে, ভীষণ ভালোবাসি!
ঠিক আমার মত করে
কেউ কোনদিন তোমাকে
এমন মুগ্ধ হয়ে দেখেছে?
ঠিক আমার মত করে
তোমাকে কেউ কখনো
এমন স্বপ্নে বিভোর করেছে?
আবার ঠিক আমার মত করেই
এক আকাশ অভিমান বুকে
লাল চোখ আর নিজেকে আড়াল করেছে?
যদি কেউ করে থাকে
জানি নিঃসংকোচে তুমি বলবে
সে কেবল তুমি,
কেবল আমার তুমি!
অথচ গল্পের শেষ পর্বে
আমি একা–!
তুমি অন্য কারো–
কেন বলতে পারো?
কেন এমন হয়
শুধু তোমার আর আমার বেলা !