এইদিন ওয়েবডেস্ক,আরামবাগ,১৯ মে : এবারে তৃণমূল সুপ্রীমো মমতা ব্যানার্জির নিশানায় চলে এল পশ্চিমবঙ্গের হিন্দুত্ববাদী সংগঠনগুলি । ভারত সেবাশ্রম সংঘ-রামকৃষ্ণ মিশন ও ইসকনের বিরুদ্ধে তুললেন ‘ডাইরেক্ট পলিটিক্স করে দেশের সর্বনাশ করার অভিযোগ । শনিবার আরামবাগের গোঘাটের নির্বাচনী সভা থেকে ভারত সেবাশ্রম সংঘ-রামকৃষ্ণ মিশন ও ইসকনের বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেছেন, ‘বহরমপুরে একজন মহারাজ আছেন, কার্তিক মহারাজ । ভারত সেবাশ্রম সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম । কিন্তু যে লোকটা বলে যে আমি তৃণমূল কংগ্রেসের এজেন্ট বসতে দেব না সেই লোকটাকে আমি সাধু বলেই মনে করিনা৷ কারন তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটার সর্বনাশ করছেন ।’ মুখ্যমন্ত্রী বলেন, ‘কে কে করেছেন আমি চিহ্নিত করেছি । আসানসোলের একটা রামকৃষ্ণ মিশন আছে । আমি রামকৃষ্ণ মিশনকে কি হেল্প করিনি? সিপিএম যখন খাবার বন্ধ করেছিল তখন আপনাদের অস্তিত্ব রক্ষায় আমি পুরো সমর্থন দিয়েছিলাম । সবাই নয়, কয়েকজন,যেমন আসানসোলে একটি মিশন আছে ।’
এরপর তিনি বলেন,’ইসকনেও ৭০০ একর জমি দিয়েছি । ইসকনেরও একটা মিশন আছে । একটা দুটো তো থাকবেই । দিল্লি থেকে নির্দেশ আসে যে বলো বিজেপিকে ভোট দাও । কেন করবে সাধুসন্তরা এই কাজ ?’ তিনি রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষকে এটাও শুনিয়ে দেন,’মনে রাখবেন স্বামী বিবেকানন্দের বাড়িটাই থাকত না আপনাদের এই মেয়েটা যদি বেঁচে না থাকত ।’
পাশাপাশি হিন্দু মন্দির ও সাধুসন্তদের আবাস স্থলগুলির কি কি উন্নয়ন করেছেন তার খতিয়ানও তুলে ধরেন মুখ্যমন্ত্রী । তিনি বলেন,’সিস্টার নিবেদিতার বাড়ি আমি অধিগ্রহণ করেছি, মায়ের বাড়ি পুরো সংরক্ষণ করে আমি সম্মান দিয়েছি । স্বামী বিবেকানন্দের বাড়ি আমি অধিগ্রহণ করেছি । দার্জিলিং এর যে বাড়িতে নিবেদিতার মৃত্যু হয়েছিল সেই বাড়ি নিয়ে আমি নিবেদিতা কমিটিকে দিয়েছি । দক্ষিণেশ্বরে স্কাই ওয়াক করে দিয়েছি । দক্ষিণেশ্বর মন্দির সাজিয়ে দিয়েছি । বেলুড় মঠে নরেন জেঠি করে দিয়েছি । তারাপীঠ পুরো সাজিয়ে দিয়েছি । কঙ্গালীতলাও সাজিয়ে দিয়েছি । ফুল্লরাও সাজিয়ে দিয়েছি । এরকম সারা বাংলা জুড়ে অজস্র কাজ আমাদের আছে ।’।

