এইদিন ওয়েবডেস্ক,পূর্ব বর্ধমান,১৩ মে : আজ সোমবার চতুর্থ দফার ভোটে বীরভূম জেলার বোলপুর লোকসভা এলাকার একাধিক বুথ দখল করে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । বিজেপির পোলিং এজেন্ডদের মারধর এবং বুধ থেকে বের করে দেওয়ার ঘটনা ঘটেছে বলে জানা গেছে৷ বোলপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের যবগ্রামে ভোটকেন্দ্রেও বিজেপির পোলিং এজেন্টদের মারধর করা হয় বলে অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে । এই খবর পেয়ে সেখানে ছুটে আসেন বোলপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পিয়া সাহা। এরপর তিনি হামলাকারী তৃণমূল কর্মীদের কিছু ধাওয়া করেন । যদিও তৃণমূল কর্মীরাও সেখান থেকে ছুটে পালিয়ে যায় । বিজেপি প্রার্থী তাদের হুঁশিয়ারি দেন ‘সাহস থাকে তো এগিয়ে এসো, হাত ভেঙে দেবো’ ।
দেখুন ভিডিও 👇
অভিযোগ,আজ সকালে ভোট গ্রহণ শুরু হওয়ার অব্যবহিত পরেই যবগ্রামের ২১৭ এবং ২১৮ নম্বর বুথের বিজেপির পোলিং এজেন্ট গয়ারাম পন্ডিত ও বাপি বাগকে মারধরের অভিযোগ উঠে তৃণমূলের বিরুদ্ধে । বিজেপি কর্মীরা ফোনে দলীয় প্রার্থী পিয়া সাহাকে ঘটনার কথা জানায় । বিকাল নাগাদ বিজেপি প্রার্থী জবগ্রামে আসেন । সেই সময় ভোট কেন্দ্রের বাইরে বেশ কয়েকজন তৃণমূল কর্মীকে জড় হয়ে থাকতে দেখেন তিনি । এরপর প্রিয়াদেবী নিজের গাড়ি থেকে নেমে হামলাকারীদের কিছু ধাওয়া করেন । পরে নিরাপত্তারক্ষীরা বুঝিয়ে তাকে ফিরিয়ে নিয়ে আসেন ।।